শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের প্রেসিডেন্ট হওয়া বাংলাদেশের জন্য আপাত মঙ্গলজনক, ট্রাম্প হলে ঝুঁকি ছিল : ড. ইমতিয়াজ আহমেদ

দেবদুলাল মুন্না:[২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ গতকাল রাতে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আরও বলেন, ট্রাম্প ক্ষমতায় এলে যা হচ্ছিল তাই হতো৷ আর বাইডেন আসায় ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, বিশেষ করে অর্থনীতি এবং ভাবমূর্তির তা কাটিয়ে উঠতেই ব্যস্ত থাকতে হবে৷ ফলে বহির্বিশ্ব নিয়ে ভাবার তেমন একটা সময় তাদের থাকবে না৷ এতে বাংলাদেশ বাইডেনের আমলের শুরুতে নিরাপদ থাকবে।

[৩] তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কুটনৈতিক সম্পর্ক বিস্তৃতির নীতি অনুসরণ করে আসছিল৷ তাতে পরিবর্তন আসবে। কারণ ভারতের সাথে প্রতিবেশি দেশগুলোর সম্পর্ক বেশ খারাপ৷ আর তাদের রাজনীতিতে হিন্দুত্ববাদের প্রভাবকে যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না৷ ফলে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সরাসরি সম্পর্ক বাড়াতে আগ্রহী৷ এ বিবেচনায়ও বাইডেনের প্রেসিডেন্ট হওয়া আমাদেদর জন্য সুবার্তা।

[৪] তিনি বলেন, মূল বিষয় হলো অর্থনীতি৷ করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে৷ এটি যদি অব্যাহত থাকে তাহলে যুক্তরাষ্ট্রে বাইডেন আসার ফলে উদ্ভট সিদ্ধান্তগুলো পরিত্যাগ করে বাংলাদেশকে গুরুত্ব দিবে।

[৫] ইমতিয়াজ বলেন, ট্রাম্পের মধ্যে যে অভিবাসী বিদ্বেষ ছিল সেটা স্বভাবতই বাইডেনের মধ্যে থাকবে না। ফলে আমাদের অভিবাসীরা নিরাপদে থাকবে। সুযোগ সুবিধা পাবে বিভিন্ন সেক্টরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়