শিরোনাম
◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

সুজিৎ নন্দী : [২] করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার সকাল থেকেই জাতীয় চিড়িয়াখানার টিকিট কাউন্টারগুলোতে দর্শনার্থীদের দীর্ঘলাইন দেখা যায়।

[৩] চিড়িয়াখানা কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা জানান, এই ভিড়ের মধ্যেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলছি। একই সঙ্গে আমরা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছি এবং আমরা মাইকে ঘোষণা করছি ‘নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক নো টিকিট’।

[৪] শুধু তাই নয় আমি নিজেও ঘুরে দেখেছি ৯৫ শতাংশ মানুষের মুখের মাস্ক রয়েছে এবং বাকি ৫ শতাংশ মানুষেরও হাতে ও পকেটে মাস্ক রয়েছে।

[৫] দর্শনার্থীরা জানিয়েছেন, করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি শিশুদের একটু বিনোদন দিতে ছুটির দিনে পরিবার নিয়ে তারা এসেছেন চিড়িয়াখানায়। তবে নিরাপদ শারীরিক দূরত্ব ও মাস্ক পরিহিত অবস্থায় সকাল থেকেই দর্শনার্থীরা প্রবেশ করতে দেখা গেছে। বাংলা নিউজ

[৬] একইসঙ্গে প্রবেশের সময় কোনো দর্শনার্থীদের খাদ্যসামগ্রী বিশেষ করে বাদাম, চিপস অন্যান্য পলিযুক্ত খাবার নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। চিড়িয়াখানার পরিবেশের কথা চিন্তা করেই এমনটি করা হচ্ছে।

[৭] একাধিক দর্শনার্থী জানান, এখনকার পরিবেশ অনেক ভালো। প্রবেশের সময় সঙ্গে বাদাম নিয়েছিলাম কিন্তু, কর্তৃপক্ষ তা নিয়ে প্রবেশ করতে দেয়নি। তবে পানি নিয়ে প্রবেশ করেছি। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়