শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মূল্যস্ফীতির কারণে ব্যাংকে টাকা রাখলে শতকরা ১ টাকা ৫০পয়সা গচ্চা দিতে হবে

বিশ্বজিৎ দত্ত: [২] আওয়ামী লীগ সরকারের টানা ১২ বছরের শাসনামলে সবচেয়ে বেশি জিনিসপত্রের দাম বেড়েছে অক্টোবরে। শুধুমাত্র খাদ্য দ্রব্যের দাম বেড়েছে সাড়ে ৭ টাকা। আর সব মিলিয়ে গত ৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি সাড়ে ৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে।

[৩] দক্ষিণ এশিয়ায় খাদ্য ও খাদ্য বর্হিভুত মূল্যস্ফীতির হিসাবে পাকিস্তানের পরেই বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়েছে। পাকিস্তানে খাদ্যপণ্যের মূল্য বেড়েছে ৯ শতাংশ। আর সবচেয়ে কম মূল্যস্ফীতি রয়েছে ভারতে। সেখানে গড় মূল্যস্ফীতি সাড়ে ৫ শতাংশ।

[৪] অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, সরকার করোনা পরিস্থিতিতে প্রায় দেড় লাখ কোটি টাকা বাজারে ছেড়েছে। আবার রেমিটেন্সও বৃদ্ধি পেয়েছে। এ দুই হিসাবে বাজারে টাকার যোগান বৃদ্ধি পেয়েছে। কিন্তু বন্যায় উৎপাদন কম হওয়ায় খাদ্যপণ্যের উৎপাদন কমে গেছে। সব মিলিয়ে মূল্যস্ফীতি বাড়ছে। এটি আরও কত বাড়ে এখনি বলা যাচ্ছে না।

[৬] অর্থনীতিবিদ এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, মূল্যস্ফীতির তুলনায় ব্যাংকের আমানতের সুদের হার কমে গেছে। এভাবে চললে মানুষের সঞ্চয়ের আগ্রহ কমে যাবে। সঞ্চয় কমে গেলে বিনিয়োগ থেকে শুরু করে মানুষের স্বাস্থ্য, শিক্ষাখাতেও বিরুপ প্রভাব পড়বে।

[৭] গত কয়েকমাসে প্রধান কয়েকটি খাদ্যমূল্যের মূল্য বেড়েছে গড়ে ৫০ শতাংশ। চালের মূল্য বেড়েছে ১০ শতাংশ, আলুর মূল্য বেড়েছে ৫০, তেলের মূল্য বেড়েছে ১৫, টমেটো ৬০, পেঁয়াজ ৬০শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়