শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে পৌনে ৫লাখ জাল টাকাসহ আটক-২

গাজীপুর প্রতিনিধি : [২] গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন মোগরখাল এলাকা থেকে ৪লাখ ৮৪হাজার টাকা সমমানের জালনোটসহ দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ তাদের আটক করেন।

[৩] আটককৃতরা হলো, পটুয়াখালি জেলার গলাচিপা থানার রতনদি এলাকার মতিউর রহমানের ছেলে মুদি দোকানি শফিকুল ইসলাম (৩২) এবং ভোলা জেলার দক্ষিণ আইচা থানার চরমাইনকা এলাকার মৃত শাহ আলম ফরাজির ছেলে কাঁচা মাল বিক্রেতা হাবিবুর রহমান (৪০) উরফে হাবিবুল্লাহ। তারা গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার মোগরখাল এলাকায় ভাড়া বাসায় থাকতো।

[৪] গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, শনিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন বাসন থানার মোগরখাল এলাকার জনৈক বশির উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ভাড়াটিয়া শফিকুল ইসলামের ভাড়াকৃত কক্ষের তোষকের নিচ থেকে ৪লাখ ৮৪ হাজার মূল্যেমানের জাল টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ১হাজার টাকা মানের ৩৭৭ টি জালনোট (৩ লাখ ৭৭ হাজার) এবং ৫০০ টাকা মানের ২১৪ টি জালনোট (১ লাখ ৭ হাজার) রয়েছে। পরবর্তীতে শফিকুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে ভোগরা বাইপাস এলাকার জনৈক সাখাওয়াতের বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমান উরফে হাবিবুল্লাকে আটক করা হয়।

[৫] বাসন থানার এসআই মো: মাসুম হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়