শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নো মাস্ক নো সার্ভিস, ফরিদপুর জেলা প্রশাসক (ভিডিও)

এস এম আকাশ: [২] নো মাস্ক নো সার্ভিস এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে সমগ্র ফরিদপুর জেলায় একযোগে মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে বিশাল এক জনসচেতনতামূলক কার্যাক্রম অনুষ্ঠিত হয়েছে।

[৩] শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় ও সদর উপজেলা পরিষদের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[৪] উক্ত অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজাসহ সম্মানিত জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা/কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রোভার, বিএনসিসি, স্কাউটস, গালস ইন স্কাউটস, গালস গাইড এবং সর্বস্তরের জনসাধারণ স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তার দুপাশে দাড়িয়ে অংশ গ্রহন করেন।

[৫] উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের ৫হাজার মাস্ক বিতরণ করা হয়।

[৬] এসময় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যে দেশের সকল মসজিদে প্রতিদিন ফজরের নামাজের পর এবং রাতে এশার নামাজের পরে এবং প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরে দোয়া হচ্ছে। আমরা করোনার প্রথম ধাপ পাড় করেছি এখন দ্বিতীয় ধাপের জন্য আমাদের সকলের সচেতন হতে হবে। আমরা সকল ব্যবসীদের বলে দিয়েছি নো মাস্ক নো সার্ভিস।

[৭] তিনি বলেন, কোন ক্রেতা মাস্ক পরিধান ছাড়া দোকানে কিছু ক্রয় করতে গেলে দোকানদার প্রথমে ওই ক্রেতার নিকট মাস্ক বিক্রয় করে পরে অন্য কিছু বিক্রয় করতে পারবে। যদি ওই ক্রেতার মাস্ক ক্রয় করার মত কোন টাকা না থাকে সে ক্ষেত্রে দোকানদার ওই ক্রেতাকে বিনা মূল্যে মাস্কদিতে হবে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দোকানদারকে ফ্রি মাস্ক বিতরণ করব। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়