শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুর পৌর বিএনপির আহবায়ক শফিক গ্রেপ্তার

আশরাফ আহমেদ: [২] কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বিএনপির আহবায়ক, বিশিষ্ট ঠিকাদার ও আসন্ন পৌর নির্বাচনের জনপ্রিয় মেয়র প্রার্থী আলহাজ একেএম শফিকুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছে।

[৩] উপজেলা বিএনপির সিনিয়র নেতা এআইখান শিবলু ,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মানসুরুল হক রবিন ও জানে আলম জানান, একটি বিশেষ মহলের ইশারায় তাকে মোবাইল ফোনে থানায় ডেকে নিয়ে পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি খুবই দুঃখজনক।

[৪] তবে পুলিশের দাবি হোসেনপুর থানার এসআই মো. আব্দুল মতিনের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার সুনিদ্দিষ্ট আসামি থাকায় শফিককে পুলিশ বুধবার (৪ নভেম্বর) রাতে গ্রেপ্তার করেন।

[৫] মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার ”গাংগাটিয়া যুব সংঘ” নামের একটি ফেইসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রেক্ষিতে কয়েক জনের মত শফিকও তার ফেইসবুক আইডি থেকে কমেন্টস প্রদানসহ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এরই ধারাবাহিকতায় পুলিশ তাদের ফেইসবুক আইডি পর্যালোচনা করে শফিকসহ ১০ জনের নামে মামলা করে পুলিশ।

[৬] এদিকে বিপুল জনপ্রিয় বিএনপি নেতা শফিককে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অভিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

[৭] হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়