শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজ আইনি দলের সক্ষমতা নিয়ে অখুশি ডোনাল্ড ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার ব্যাপারে আদালতে চ্যালেঞ্জ করতে চেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আইনি দলে আছেন দেশটির বিখ্যাত ও অভিজ্ঞ আইনজ্ঞরা। কিন্তু ২০০০ সালে জর্জ ডাবিøউ বুশের দল যে দক্ষতা দেখিয়েছিলেন, ট্রাম্পের দল সেটি দেখাতে পারছেন না। সিএনএন

[৩] জো বাইডেনের এগিয়ে থাকাটাই এখন সারা বিশ্বের আলোচ্য বিষয়। ট্রাম্প তার ঘনিষ্ঠদের কাছে জানতে চেয়েছেন, এতো কিছুর পরেও তার হাই প্রোফাইল আইনি দল যেখানে রুডি জুলিয়ানির মতো অভিজ্ঞ আইনজীবি আছেন, কেনো কিছুই করতে পারছে না। তিনি আরও ভালো আইনজীবি সন্ধান ও ভাড়া নেবার নির্দেশ দিয়েছেন বলে তার ঘনিষ্ঠ এর ব্যক্তি জানান। এবিসি

[৪] জুলিয়ানির সঙ্গে এই দলের নেতৃত্ব দিচ্ছেন ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্দি। এই দুজনেই ট্রাম্পের বিশ্বস্ত এবং যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি আইনজীবি। তাদের সঙ্গে এমন আইনজীবিরা রয়েছেন, যারা বহুবছর ধরে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছেন। কিন্তু তারা এখনও এমন কিছু করতে পারেননি যেটি ট্রাম্পের জন্য ইতিবাচক হতে পারে। ফক্স

[৫] সব মিলিয়ে নির্বাচনে পরাজয়ের মুখে নিজ ঘণিষ্ঠদের উপর ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্প। তিনি নিয়মিত তার দলের লোকজনকে গালাগালি করছেন বলেও একটি সূত্র জানিয়েছে। তবে শুধু তিনি নন, গালাগালিতে অংশ নিচ্ছেন তার দুই পুত্রও। বিশেষজ্ঞরা বলছেন, তারা মেজাজ হারালে সেটি তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সিবিএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়