শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে সক্রিয় কিশোর গ্রুপ, বাড়ছে অপরাধ প্রবণতা

ডেস্ক রিপোর্ট: দেশের উত্তর-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে ক্রমেই বাড়ছে কিশোর গ্রুপের সংখ্যা। মাদকের সহজলভ্যতা এবং সামাজিক অবক্ষয়ের কারণে দিন দিন এসব গ্রুপের দৌরাত্ম্য বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উঠতি বয়সী ছেলেরা মাদকাসক্তির এক পর্যায়ে নেশার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে। একইসঙ্গে বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ছোট ছোটে গ্রুপে ভাগ হয়ে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

শুধু তাই নয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এক গ্রুপের সদস্যরা অন্য গ্রুপের সদস্যদের উপর হামলা করতেও দ্বিধা করছে না। পারিবারিক শিক্ষা, করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ও নৈতিক শিক্ষার অভাবে কিশোররা এমন অপরাধে জড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনুসন্ধানে জানা গেছে, জেলায় মোট জনসংখ্যার ২৭ শতাংশ কিশোর। এদের মধ্যে তিন শতাংশ কিশোরের বিরুদ্ধে মাদক সেবন, অস্ত্র ও মাদক পাচারের তৎপরতার সঙ্গে জড়িত থাকার মামলা আছে। এসব কিশোর গ্যাংগুলোর মধ্যে কিছু জেলা সদরে এবং সীমান্তবর্তী শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় সক্রিয়।

বিভিন্ন গণমাধ্যমে ‘গ্যাং কালচার’ আলোচনায় আসার পর চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপ গড়ে উঠে। বর্তমানে ৩০ থেকে ৩২টি কিশোর গ্যাং গ্রুপের সদস্য সক্রিয় রয়েছে এই জেলায়। করোনাকালে তারা মারামারি, মাদক, অস্ত্র, জালরুপি ও চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ পরিচালনা করছে।

জেলা সদরের মসজিদপাড়া, নাখেরাজপাড়া, শান্তি মোড়, ফকিরপাড়া, মাঝপাড়া, হরতিকী তলা, জান্নাতপাড়া, পিটিআই বস্তি, আলীনগর, কোলনী এবং হুজরাপুরে কিছু কিশোর গ্যাং রয়েছে বলে জানা গেছে। এরা অধিকাংই মাদকাশক্ত এবং ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত।

করোনার আগে এসব গ্যাং বিভিন্ন বিদ্যালয়ের সামনে ইভটিজিং করোনার আগে এসব গ্যাং বিভিন্ন বিদ্যালয়ের সামনে ইভটিজিংয়ের সঙ্গে জড়িত ছিল। ইভটিজিং স্পটগুলো চায়ের দোকান হওয়ায় তৎকালীন পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম সেগুলো বন্ধ করে দেন। পরে ওই সব দোকান মালিকরা ইভটিজারদের আশ্রয় না দেওয়া শর্তে মুচলেকা দিলে দোকান খোলার অনুমতি পায়। বর্তমানে ইভটিজিং ছাড়াও বেড়েছে অন্য তৎপরতা। তবে পুলিশ বলছে অন্য কথা।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খাঁন জানান, জেলায় কোনো কিশোর গ্যাংয়ের অস্তিত্ব নেই। যারা মাদকসহ চোরাচালানের সঙ্গে জড়িত তারা কোন গ্যাংয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছেনা। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। তাই যারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন অপরাধমুলক কাজে জড়াচ্ছে, তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে।

আর জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম বলেন, রাজনৈতিক প্রভাব বিস্তার, মাদক, অবাধে ইন্টারনেট ব্যবহারসহ নানা কারণে বিভিন্ন ধরনের অপরাধে জড়াচ্ছে কিশোররা। এছাড়াও পরিবার থেকে সঠিক শিক্ষা না থাকায় কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এমনকি শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়ার প্রবণতা কমে গেছে। তাই এ ধরনের অপরাধ বাড়ছে। ধর্মীয়, নৈতিক শিক্ষা বৃদ্ধি ও ইন্টারনেট ব্যবহারে নজরদারি বাড়ালে এ ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়