শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, [২]হিসেব কষছে আ. লীগ-বিএনপি

শাকিল :[৩] যুক্তরাষ্ট্রের নির্বাচনে সর্বশেষ ফল বলছে, ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন হোয়াইট হাউসে প্রবেশের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। তিনি হতে যাচ্ছেন দেশটির নতুন প্রেসিডেন্ট। যদি তা-ই হয়, সে ক্ষেত্রে বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি যেমন আছে তাতে কি কোনো পরিবর্তন আসতে পারে? এ নিয়ে নানা প্রশ্ন আসছে এখন সব মহলের আলোচনায়।

[৪]যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের একাধিক নীতিনির্ধারকরা। তবে নতুন সরকারের কাছে তাঁদের প্রত্যাশা থাকবে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো সমর্থন।

[৫]এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন সরকার গণতান্ত্রিক পরিবেশ না থাকা দেশগুলোতে গণতন্ত্র ফিরিয়ে আনতে সহায়তা করবে এবং মানবাধিকারের লঙ্ঘন যাতে না হয়, সেদিকে জোর দৃষ্টি রাখবে—এমনটাই প্রত্যাশা করছে বিএনপি। দেশটির নতুন সরকারকে চিঠি দিয়ে বিএনপি অভিনন্দন জানাবে। একই সঙ্গে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হবে।

[৬]যুক্তরাষ্ট্রের মতো বড় গণতান্ত্রিক দেশগুলোতে সরকার পরিবর্তিত হলেও তাদের বৈদেশিক নীতির খুব একটা পরিবর্তন হয় না। তবে জো বাইডেন তাঁর নির্বাচনী প্রচারে গণতন্ত্র, মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতার মতো বিষয়গুলোতে জোর দিয়েছেন। তাই ডেমোক্র্যাটরা সরকার গঠন করলে তাদের প্রতি মনস্তাত্ত্বিকভাবেই এই দেশের মানুষের প্রত্যাশা বেশি বলে মনে করেন বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতারা।

[৭]তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হলে বাংলাদেশের সঙ্গে যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, তার ওপর কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। তাঁদের সঙ্গে আমাদের জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি রয়েছে। এ ছাড়া অনেক বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করছে। এর বাইরেও রয়েছে বাণিজ্যিক সম্পর্ক। এসব ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তবে ডেমোক্র্যাটরা যেহেতু রিপাবলিকানদের চেয়ে অভিবাসীদের ক্ষেত্রে কিছুটা লিবারেল, তাই অভিবাসন নীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।’

[৮]বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছে। একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ হওয়ায় তারা এমনটি করতে পেরেছে। অন্যদিকে বাংলাদেশে অবৈধ সরকার গণতন্ত্রের কিছুই অবশিষ্ট রাখেনি। আমরা প্রত্যাশা করি, এখানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের নতুন সরকার ভূমিকা রাখবে। যে পদক্ষেপ নিলে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, প্রয়োজনে তারা তা সবার সঙ্গে আলোচনা করে নিতে পারে। সেটি হলে আমরা স্বাগত জানাব।’

[৯]স্থায়ী কমিটির সদস্য ও দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জো বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অন্যতম ছিল গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করে সবাইকে নিয়ে একটি কোয়ালিশন গঠন করা। সে ক্ষেত্রে বাংলাদেশের মানুষও গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশটির ভূমিকা আশা করতে পারে।’

[১০]আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সে দেশের জনগণের অভ্যন্তরীণ বিষয়। আমরা আশা করব, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং বর্তমানে দুই দেশের মধ্যে যে সুন্দর সম্পর্ক রয়েছে, সেটা সেই প্রেসিডেন্ট বা তাঁর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে অক্ষুণ্ন থাকবে। ভবিষ্যতে তা আরো বাড়বে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থের ব্যবসা রয়েছে। এটা আরো বাড়বে বলে আশা রাখি। এ ছাড়া ব্যবসার ক্ষেত্রে জিএসপিসহ অন্যান্য সুযোগ বৃদ্ধি পাবে। আমরা আশা করব, বাংলাদেশে যেসব রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে, তাদের ফেরত পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র সমর্থন বৃদ্ধি করবে।’ ফারুক খান আরো বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। তাই এ দেশে তারা ভবিষ্যতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগ আরো বাড়াবে, সে প্রত্যাশাও দেশটির সরকারের কাছে থাকবে।

[১১]উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জোসেফ রবিনেট বাইডেন জুনিয়রের নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। মঞ্চ-আতশবাজি প্রস্তুত, অপেক্ষা শুধু চূড়ান্ত ঘোষণার। যদিও ছয়টি অঙ্গরাজ্যের ফলাফল এখনো বাকি। এর মধ্যে কয়েকটির ফল পেতে আরো কয়েক দিন লেগে যাবে। তবে ফল ঘোষণার প্রান্তে দাঁড়িয়ে থাকা মূল রাজ্যগুলোতে বাইডেনের লেখচিত্র ঊর্ধ্বগতিতে ছুটছে। ঠিক একই বেগে নিম্নগামী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেখা। ডাকযোগে আসা ব্যালট তাঁর কপাল পুড়িয়েছে। ফলাফল ঘোষণার অপেক্ষা না করেই ‘বড় ধরনের কারচুপি’র অভিযোগ করেছেন রিপাবলিকান পার্টির পুনর্নির্বাচনপ্রত্যাশী প্রেসিডেন্ট। বাইডেনের কাছে পরাজয় মেনে নেবেন না, আভাস দিয়ে ফলাফল চ্যালেঞ্জ করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়