শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াইট হাউসে থাকতে হলে পেনসিলভানিয়ায় জিততেই হবে ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হবেন সে হিসাব-নিকাশ ছয়টি অঙ্গরাজ্যের মধ্যে সীমিত হয়ে এসেছে। এই ছয় অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট পেনসিলভানিয়ায়। এ জন্যই লড়াইয়ে টিকে থাকতে হলে এখানে জিততেই হবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। হারলেই হোয়াইট হাউস থেকে বিদায় নিতে হবে তাঁকে।

এখন জয়-পরাজয়ের হিসাব ঝুলে আছে ছয় অঙ্গরাজ্যের ৭১টি ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফলের ওপর। এর মধ্যে পেনসিলভানিয়া ২০টি, জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলাইনায় ১৫টি, অ্যারিজোনায় ১১টি, নেভাদায় ৬টি ও আলাস্কায় ৩টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

নিউইয়র্ক টাইমস ও সিএনএনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোটের পেনসিলভানিয়ায় বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে ৬ হাজার ৮৩৬টি পপুলার ভোটে এগিয়ে গেছেন। এখানে বাইডেন পেয়েছেন ৩২ লাখ ৯৭ হাজার ৬১৪ ভোট, আর ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৯০ হাজার ৭৭৮টি। আজ ভোট গণনা শুরু করার আগ পর্যন্ত এখানে ১৮ হাজার ৪৯ ভোটে এগিয়ে ছিলেন ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প এখানে জিতেছিলেন।

নিউইয়র্ক টাইমস ও সিএনএনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২৫৩ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়া বাইডেন পেনসিলভানিয়ায় (২০) জিতলেই পাচ্ছেন ২৭৩ ভোট। তখন অন্য পাঁচটি অঙ্গরাজ্যে জিতলেও হোয়াইট হাউস থেকে বিদায় নিশ্চিত হবে ট্রাম্পের। অন্য পাঁচটিতে জয় পেলেও তার ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াবে ২৬৫। ম্যাজিক ফিগার ‘২৭০’ থেকে যা ৫ কম। বাকি পাঁচটি অঙ্গরাজ্যের মধ্যে পপুলার ভোটে বাইডেন আবার এগিয়ে আছেন নেভাদা, অ্যারিজোনা ও জর্জিয়ায় অঙ্গরাজ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়