শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনেক দেশের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো : অর্থমন্ত্রী

সোহেল রহমান : [২] অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক দেশের চেয়েই ভালো। অনেক দেশের অবস্থা খুবই খারাপ। কোভিড নিয়ন্ত্রণে যত দেরি হবে, ক্ষয়ক্ষতি ততই বাড়বে। যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করবে সব দেশ। কোভিড-১৯ এর ক্ষত দ্রুত কাটিয়ে উঠতে আসেমভুক্ত দেশগুলো ‘নিজে বাঁচো, অন্যকে বাঁচাও’ নীতি গ্রহণ করেছে এশিয়া ও ইউরোপের মধ্যে সেতুবন্ধনকারী সংস্থা এশিয়া-ইউরোপ মিটিং (আসেম)।

[৩] সংস্থাটির ১৪তম ফাইন্যান্স মিনিস্টার্স সম্মেলন শেষে  তিনি এ কথা জানান। ভার্চুয়াল এ সভার আয়োজক বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন।

[৪] বাংলাদেশের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ‘আসেম’ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল আসেম-এর ১৪তম বৈঠক। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। এতে ৪৩টি দেশের অর্থমন্ত্রী, আসিয়ান সচিবালয়, ইউরোপীয় ইউনিয়ন, এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন, আশিয়ান+৩ ম্যাক্রো ইকোনমিক রিসার্চ অফিস (আমরো), বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। এবারের সভার মূল প্রতিপাদ্য ছিল ‘কোভিড-১৯ মোকাবেলা : একটি শক্তিশালী, টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পুনর্গঠন নিশ্চিতকরণ’। অর্থমন্ত্রীরা বৈশ্বিক মহামারী মোকাবেলায় ত্রাণ ও পুনর্গঠন বিষয়ে এবং টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ যথাসময়ে বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোকপাত করেন ও মতামত ব্যক্ত করেন।

[৫] অর্থনৈতিক পরিবেশ ও পরিস্থিতির ওপর কোভিড-১৯-এর নেতিবাচক প্রভাব ও চ্যালেঞ্জের মাত্রা বিবেচনায় নিয়ে সভায় সকলে একমত হয় যে, মহামারীর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব হ্রাস, জীবন, জীবিকা ও ব্যবসা-বাণিজ্য সুরক্ষা এবং কোভিড-১৯-এর কার্যকর সমাধান বের করাই এখন আমাদের সবচেয়ে জরুরি সমষ্টিগত অগ্রাধিকার। আসেম অংশীদার দেশসমূহের অর্থমন্ত্রী ও অন্যান্য ডেলিগেশন প্রধানগণ এশীয়-ইউরোপ সম্পর্কেও ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, কার্যকর অংশিদারিত্ব গড়ে তোলা এবং পারষ্পরিক সমঝোতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।

[৬] আসেম অর্থমন্ত্রী সভায় বলা হয়, কোভিড-১৯ বৈশ্বিক মহামারী বিশ্বব্যাপী অভূতপূর্ব চ্যালেঞ্জ ও অসহনীয় দুর্ভোগ নিয়ে এসেছে। ফলে দশ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতি, জনস্বাস্থ্য, পরিবেশ ও সমাজ বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এবং বিশ্ব অর্থনীতি এক অনিশ্চিত সময় অতিক্রম করছে। বর্তমান অবস্থা ও অভূতপূর্ব পরিস্থিতি থেকে উত্তরণ ও বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়নে শক্তিশালী বহুপাক্ষিক সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা প্রয়োজন। বিশ্বের অন্যান্য এলাকার ন্যায় এশিয়া ও ইউরোপ অঞ্চলের দেশসমূহও এ মহামারীর ক্ষতিকর প্রভাব মোকাবেলা করছে। কর্মসংস্থান, আয়, ব্যবসায়, বিনিয়োগ, বাণিজ্যসহ জীবনের অন্যান্য সকল পর্যায়ে ব্যাপক প্রভাব ফেলছে। ফলশ্রুতিতে, কোভিড-১৯-এর অপ্রতিরোধ্য বিস্তারের কারণে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহের বাস্তবায়ন মারাত্বকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ বর্তমানে অনেক আসেম অংশীদার দেশের ওপর যেভাবে প্রভাব ফেলছেÑতা নিয়ে উক্ত সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়