শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ভর্তিচ্ছুদের প্রস্তুতিতে মূল সিলেবাসের ওপর মনোনিবেশ করার পরামর্শ শিক্ষকদের

নিউজ ডেস্ক : ‘উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে, সেটি থেকেই পরীক্ষার প্রশ্ন আসতে পারে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুতি নেবার ইঙ্গিত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকরা। সেক্ষেত্রে শিক্ষার্থীদের মূল সিলেবাসের ওপর মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন তারা। মুখস্থ না করে বুঝে বুঝে পাঠ্যপুস্তক ভালোভাবে পড়তে বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা।’

শুক্রবার (৬ নভেম্বর) তারা জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। অতীতে যে রকম প্রশ্ন হয়েছে, এবারও সেই রকমই প্রশ্ন হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, ‘উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষা না হলেও তারা, যে সিলেবাসে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, সেটিকে মুখস্থ না করে আরও ভালো করে বোঝার চেষ্টা করা উচিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, তা মুখস্থ নির্ভর না। যদি কোনও শিক্ষার্থী মুখস্থ করে, তাহলে এত বড় সিলেবাস সে শেষ করতে পারবে না। সে জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভালো করে বুঝে পড়ার প্রয়োজন।’

ইতোমধ্যে পরীক্ষার কেন্দ্র ডি-সেন্ট্রেলাইজড করে বিভাগীয় শহরে নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করেই পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রগুলো বিভাগীয় শহরের বড় কোনও বিশ্ববিদ্যালয়ে হতে পারে। আবার ওই অঞ্চলের কেন্দ্রে অবস্থিত বড় কোনও বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজেও হতে পারে। যেখানে পরীক্ষা নেওয়ার মতো সব ধরনের সুবিধা আছে, সেভাবেই ভাবছে প্রশাসন। তবে, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

করোনা পরিস্থিতির জন্য এবার ২০০ নম্বরের পরীক্ষা ১০০ নম্বরে নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডিনস কমিটিতে এই আলোচনা হয়েছে বলে জানা গেছে। ১০০ নম্বরের মধ্যে ২০ নম্বর রাখা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ-তে, বাকি ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে ৫০ নম্বর থাকবে লিখিত আর ৩০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নে (এমসিকিউ)।

লিখিত পরীক্ষার বিষয় উল্লেখ করে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘কোনও শিক্ষার্থী যদি বুঝে উত্তর লিখে, সেক্ষেত্রে ওই শিক্ষার্থীকে পুরো নম্বরই দেওয়া হয়। সেজন্য শিক্ষার্থীদের উচিত পাঠ্যপুস্তকে মনোনিবেশ করা। সেভাবেই পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া।’

ঢাকার বাইরের কেন্দ্রে প্রশ্নপত্র নেওয়ার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। প্রশ্নপত্র মুদ্রণের ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কর্তৃপক্ষ।

এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি অন্যান্য বছরের মতোই একই থাকবে। বাড়ানো বা কমানো হবে না বলে জানা গেছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই কেন্দ্রের সিটপ্ল্যান করার কথা ভাবছে কর্তৃপক্ষ। পরীক্ষার দিন শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক পরিধান করে কেন্দ্রে প্রবেশ করানো হবে। এরপর কেন্দ্রে নির্দিষ্ট দূরত্ব মেনেই পরীক্ষার্থীদের বসানো হবে।

পরীক্ষার কেন্দ্র ঢাকার বাইরে ডি সেন্ট্রেলাইজড করার বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (শিক্ষা) জানান, এটি করার উদ্দেশ্য হলো দুটি। প্রথমত, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া জরুরি। আরেকটি হলো, অভিভাবকদের বহুদিনের অভিযোগ, পরীক্ষার জন্য অনেক কষ্ট করে তাদের ছেলেমেয়েদের গ্রাম থেকে ঢাকায় আসতে হয়। সেখানে শিক্ষার্থীদের থাকা-খাবার সমস্যা হয়। আর ডি সেন্ট্রেলাইজড করা হলে সকালে এসে পরীক্ষা দিয়ে বিকালে চলে যেতে পারবে। প্রথমবারের মতো সফল হতে পারলে আগামীতেও এই পদ্ধতি অনুসরণ করা হবে। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়