শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শেরপুরে বাস চাপায় দুই ট্রাক চালক নিহত

আবু জাহের: [২] বগুড়ার শেরপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে বাস চাপায় আবু সাঈদ (২৪) ও আবু বক্কর (৩৫) নামের দুই চালক নিহত এবং দুই হেলপার আহত হয়েছেন।

[৩] শুক্রবার (৬ নভরম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মীর্জাপুর আমতালা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন শেরপুর উপজেলার কুসুম্বী বাগড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৪) ও একই গ্রামের হবিবর রহমান হবির ছেলে আবু বক্কর (৩৫)। নিহত দুইজনই পেশায় ড্রামট্রাক চালক।

[৪] জানাগেছে, রিজভী পরিবহনের একটি বাস ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। পথিমধ্যে মীর্জাপুর আমতলা নামক স্থানে পৌছালে মহাসড়কের কাজে ট্রাক থেকে বালু আনলোড করে ট্রাকের পিছনে দাঁড়িয়ে বালু নামানোর স্লিপ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। অপেক্ষাকৃত ট্রাককে রিজভী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়।

[৫] এতে দুই বালুর ট্রাকের মধ্যে চাপা পড়ে দুই ড্রাম ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। এবং অপর দুইজন গুরুতর আহত হন। হতাহতরা পেশায় ট্রাকের চালক ও হেলপার। স্থানীয় লোকজন রিজভী পরিবহনের বাসটি আটক করে । ফায়ার সার্ভিস খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে।

[৬] শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, দুইজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত জাকির হোসেন (২৬) ও সৈকত হোসেনকে (২২) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়