শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঘূর্ণিঝড় ইটার আঘাতে ১২৮ জনের প্রাণহানী, ব্যাপক ক্ষতি

সিরাজুল ইসলাম: [২] প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা, ভূমিধ্বস ও গাছপালা ও ঘরবাড়ি ভেঙ্গে মেক্সিকো ও কলম্বোতে ৭০ জনের বেশি প্রাণহানী হয়েছে। গুতেমালায় মারা গেছে ৫০ জনের বেশি। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঝড় আঘাত হানে। রয়টার্স

[৩] আকস্মিক বন্যায় মাটির ঘর ও রাস্তাঘাট পানিতে মিশে গেছে। অনেক স্থানে সেতু ভেসে গেছে। ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। শত শত মানুষ ঘরের চালায় আশ্রয় নিয়েছে।

[৪] গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামেতি বলেন, ঝড় আঘাত হানার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ৫০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পেয়েছেন। দুইটি শহরের বিপুল ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। উদ্ধারকর্মীরা মানুষকে হাঁটিয়ে নিয়ে আসছেন। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় বিকল্প পথ নেই।

[৫] মঙ্গলবার এ ঝড় নিকারগুয়ায় আঘাত হানে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিলো ১৫০ কিলোমিটার। প্রতিবেশী হন্ডুরাসেও এটি আঘাত হেনেছে। আলজাজিরা

[৬] টেলিভিশন ফুটেজে দেখা গেছে, হন্ডুরাসের সান পেড্রো সুলা শহরে রাস্তাঘাট ডুবে গেছে। ৫ হাজারের বেশি মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে। ২০টি সেতু ধ্বংস হয়ে গেছে। এছাড়া গুয়াতেমালার সান পেড্রো কারচা শহরে অনেক গাড়ি পানিতে ডুবে আছে। বিবিসি

[৭] কোস্টারিকায় ভূমিধ্বসে দুইজন নিহত হয়েছে। পানায় মারা গেছে তিন শিশুসহ পাঁচজন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়