শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের বাসভবনের আকাশে বিমান উড্ডয়ন নিষিদ্ধ, নিরাপত্তা জোরদার, তার জয় ইরানের জন্যে বড় বিজয়

রাশিদুল ইসলাম : [২] জো বাইডেনের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে সেদেশের গোয়েন্দা সংস্থা। ওয়াশিংটন পোস্ট এ তথ্য দিয়ে বলছে বাইডেনের বাসভবন ও এর আশেপাশের এলাকায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে মার্কিন ফেডারেল বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ।

[৩] জো বাইডেন ভাষণ দিতে পারেন, এমন তথ্য গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন বাইডেনের এজেন্টরা।

[৪] যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথরিন মিলহোয়ান এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, তার সংস্থা শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করে না। এ বিষয়ে জো বাইডেনের সহযোগিরাও কথা বলতে রাজি হননি।

[৫] ধারণা করা হচ্ছে ইলেকটোরাল ভোটের হিসাবে ট্রাম্পের চেয়ে ৩৬ ভোট বেশি পেতে যাচ্ছেন বাইডেন।

[৬] এদিকে ইসরায়েলের প্রখ্যাত সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ জাভি ইয়েহেস্কেল বলেছেন বাইডেন নির্বাচনে বিজয়ী হলে ইরানের জন্যে তা হবে এক বিরাট বিজয়। দেশটিতে আয়াতুল্লাহদের শাসন আরো দীর্ঘতর হবে।

[৭] রেডিও ১০৩ এফএমকে জাভি বলেন ট্রাম্প বিজয় পেলে ইরানের শাসকরা টিকে থাকতে পারত না। ইরানের শাসকদের পতন ছিল সময়ের ব্যাপার মাত্র।

[৮] জাভি আরো বলেন ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিও পিছিয়ে যেতে পারে।

[৯] এদিকে সৌদি আরবের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় শর্তসাপেক্ষে ফিরে আসতে পারেন। আবুধাবিতে বৈরুত ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে ফয়সাল আল তুর্কি আরও বলেন, বাইডেনের আমলে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিতে অনেক পরিবর্তন আসতে পারে।

[১০] তবে তুর্কি আল ফয়সালের মতে, ফিলিস্তিনি ইস্যুতে বাইডেনের নীতি ট্রাম্পের চেয়ে ভিন্ন হবে না। এ ক্ষেত্রে ফিলিস্তিনিরা কোনো আশা করে থাকলে হতাশ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়