শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের কল্যাণে রাজনীতি করতে এসেছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় ঝুঁকি নিয়েছি : সোহেল শাহরিয়ার

আব্দুল্লাহ মামুন : ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল শাহরিয়ার বলেন, যখন বাবা-মায়ের কাছে বঙ্গবন্ধু এবং দেশরত্ন শেখ হাসিনার কথা শুনেছি, তখন থেকেই তাদের আর্দশ ধারণ করে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। আমার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিতে আমার য্ক্তুতায় তিনি গর্ব বোধ করেন। এছাড়া আমার একজন শিক্ষক ছিলেন দেবাশিষ নাম। তিনি ঢাকাবিশ্ববিদ্যালয়ে পড়তেন, মূলত তার হাতেধরে ছাত্র রাজনীতিতে প্রবেশ করা। তিনি আমাকে রাজনীতি এনেছেন, জানিয়েছেন বঙ্গবন্ধু কে? বঙ্গবন্ধু কীভাবে বঙ্গবন্ধু হলেন, কীভাবে জাতির পিতা হলেন। শেখ হাসিনার কবে দেশে এসেছেন, তার আগে কি হয়েছিলো সবকিছুই তার কাছে জেনেছিলাম। সবকিছু জানার পর আমার দুর্বলতা কাজ করে, যে দুটি মেয়ে তারা দীর্ঘদিন দেশ ছেড়ে থাকার পর যখন ১৯৮১ সালে আপা ( শেখ হাসিনা ) দেশে আসেন। দেশের তখনকার প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে তারা যেভাবে দেশের জন্য মানুষের জন্য কাজ করেছেন তাদের কাছে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণা নিয়ে স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে আওয়ামী রাজনীতিতে প্রবেশ করেছি। সেই পরিপ্রেক্ষিতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্য। এরপর হাবিবুল্লাহ্ বাহার ইউনিভার্সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও (২০০২-২০১১) পর্যন্ত বৃহত্তর মতিঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হই। বর্তমানে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক প্রার্থী।

তিনি আরও বলেন, ২০০৪-২০০৭ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের শাসনামলে কমপক্ষে ১২টি মামলার শিকার হই। এসব মামলায় তিনি প্রায় দুই বছর কারাভোগ করি। বিএনপি-জামায়াতের শাসনামলে নানাবিধ নির্যাতন সহ্য করে আওয়ামী লীগের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিই। ১/১১ সময়ে শেখ হাসিনার মুক্তির আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখি। আওয়ামী লীগের দু:সময়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বিরোধীরা। ২০০৮ সালে দল ক্ষমতায় আসার পরও ত্যাগী ছাত্রলীগ নেতা সোহেল শাহরিয়ার ষড়যন্ত্রের শিকার হয়ে দেশে রাজনীতি করতে পারেননি, সস্ত্রীক কানাডায় যেতে বাধ্য হন। ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফরে গেলে সোহেল শাহরিয়ার তার সঙ্গে দেখা করেন। ছাত্রলীগ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে বঙ্গবন্ধু কন্যা তাকে আশ্বস্ত করেন যেনো পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয়। এর কিছুদিন পর তিনি দেশে ফেরত আসেন ২০১৯ সালে। দেশে এসে তিনি মানুষের জন্য বিভিন্নরকম সমাজ সেবামূলক কাজ করেন। মাহামারি করোনা প্রভাবে সাধারণ মানুষের যেকোনো সমস্যা বা সেবা প্রয়োজন হলে তিনি নিজ উদ্যোগে মানুষের পাশে দাড়ান এবং কেউ ফোন কল বা ক্ষুদে বার্তা পাঠালে নাম পরিচয় গোপন রেখে তিনি তৎক্ষনাত সেই সেবা প্রদান করেছেন।

সোহেল শাহরিয়ার বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রলীগ করেছি। আওয়ামী লীগের সুসময়ে অনেকেই নেতা হয়েছেন, যারা কখনোই দল করেননি। আওয়ামী লীগের একজন কর্মী হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছি। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ পদে প্রার্থী হয়েছি। আশা করি অতীত ও বর্তমান বিবেচনা করে দল আমাকে মূল্যায়ন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়