শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীর ঘোষপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন গ্রেপ্তার

এস.এম আকাশ: [২] ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা চেষ্টা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হলেন ঘোষপুর ইউ,পি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেন।

[৩] বৃহস্পতিবার সকালে ফরিদপুর আদালতে হাজিরা দিতে গেলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানাযায়,২০১৯ সালের ১৫ জুন ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামে দু’পক্ষের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষের নেতৃত্ব দেন চেয়ারম্যান ফারুক হোসেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষে বাদি পক্ষের প্রায় ১৫ থেকে ২০ টি বাড়িতে ব্যাপক ভাংচুর, লুটপাট ও তিন ব্যক্তিকে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করা হয়।

[৪] এ ঘটনায় পরের দিন ওই গ্রামের মো. আছাদ মোল্যা বাদি হয়ে চেয়ারম্যান ফারুক হোসেনকে প্রধান আসামি করে মোট ১৬৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। যথারীতি আদালতে হাজিরা দিয়ে জামিন পান বিবাদীরা। সম্প্রতি এ মামলার চার্জশিট আদালতে প্রেরণ করে পুলিশ।

[৫] এরপর ৫ নভেম্বর বৃহস্পতিবার আসামিরা নিয়মিত বিচারিক আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক চেয়ারম্যান ফারুক সহ ১২ জন আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যান্য আসামিদের জামিন বহাল রাখা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়