শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবস্থান কর্মসূচি থেকে সরে এসে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঢাবি শিক্ষার্থীর

শিমুল মাহমুদ: [২] ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরসহ ৬ আসামিকে গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন মামলার বাদী ঢাবি ছাত্রী।

[৩] ভিকটিম এ শিক্ষার্থী বলেন, আমার মামলার প্রায় দেড় মাস হয়ে গেছে। আসামিদের গ্রেপ্তার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করার পরও তাদের ধরা হয়নি। ঢাবি ছাত্রী হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার কোনো খোঁজ নেয়নি। প্রশাসন একটা তদন্ত কমিটিও গঠন করেনি। আমার ব্যাপারে প্রশাসন একেবারেই উদাসীন। অভিভাবক হিসেবে তাদের অবস্থান এমন হতে পারে না। যদি তারা আমার ব্যাপারে উদাসীনই থাকে, তাহলে আর আমার ছাত্রত্বের প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন আমার ছাত্রত্ব বাতিল করে দেয়।

[৪] এরআগে টানা ১০ দিন অবস্থান কর্মসূচি চলাকালে তিন দফা হাসপাতালে নিতে হয় তাকে। সর্বশেষ টায়ফয়েড জ¦রে আক্রান্ত হয়ে ১৫ দিন ঢাকা মেডিকেল হাসপাতালের বিছানায় সময় কাটে তার। হাসপাতাল থেকে ছুটি পেয়ে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংবাদ সম্মেলন করে অনশন ও অবস্থান কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেয় এ শিক্ষার্থী।

[৫] ভিকটিম এ শিক্ষার্থী জানান, হাসপাতালে থেকে ছুটি নিলেও এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। বর্তমানে ঢাবির মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন।

[৬] এদিকে ওই শিক্ষার্থীর করা ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলায় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়