শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিউতে বাদল রায়, সিঙ্গাপুর নেয়া হচ্ছে আজ

রাহুল রাজ: [২] গুরুতর অসুস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি এবং সাবেক কৃতি ফুটবলার বাদল রায়কে উন্নত চিকিৎসার জন্য আজ (৬ নভেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। - বাফুফে

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বাদল রায়ের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। বাফুফের সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে তাকে সিঙ্গাপুর নেয়ার ব্যবস্থা করছেন।
[৪] বাদল রায় গত সোমবার (২ নভেম্বর) রাতে তার ওয়ারিস্থ নিজ বাসায় গুরতর অসুস্থ হলে, তাকে মঙ্গলবার ভোরে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিউতে রেখে তার চিকিৎসা চলে।

[৫] চিকিৎসকেরা জানিয়েছেন, বাদল রায়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। শরীরের বাঁ দিকটা কিছুটা অবশ হয়ে আছে। মঙ্গলবার দুপুরে বাদল রায়ের এমআরআই করা হয়। তবে রিপোর্ট দেখে খুব ভালো খবর শোনাতে পারেননি চিকিৎসকরা।

[৬] বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ মঙ্গলবার (৩ নভেম্বর) মিডিয়াকে জানিয়েছেন, ‘তার অবস্থা বেশি ভালো নয়। হাসপাতালে হারুনুর রশিদ (বাংলাদেশ আওয়ামী লিগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাফুফের সদস্য) আছেন। তিনি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করছেন যাতে দ্রুত বাদল রায়কে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো যায়।’

[৭] মঙ্গলবার রাতেও অবস্থার পরিবর্তন হয়নি। অবস্থা সংকটাপন্ন। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এ কারণে ডাক্তাররাই উন্নত চিকিৎসা দেয়ার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানোর পরামর্শ দিয়েছে। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে হারুনুর রশিদসহ ক্রীড়া সংগঠকরা তাকে সিঙ্গাপুর পাঠানোর উদ্যোগ নেন।

[৮] আজ (৬ নভেম্বর) যে কোনো সময় সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে তাকে। বাদল রায়ের সঙ্গে তার স্ত্রী যাবেন এবং আজ রাতে অন্য ফ্লাইটে যাওয়ার কথা রয়েছে আরেক সাবেক ফুটবলার গাফফারের।- জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়