শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসা অব্যাহত রাখতে ম্যারাডোনাকে হাসপাতালে থাকতে হবে

স্পোর্টস ডেস্ক: [২] মস্তিষ্কের জমাট বাঁধা রক্ত সফলভাবে অপসারণের পর ডিয়েগো ম্যারাডোনার ইতিবাচক সাড়া দিচ্ছেন। কিন্তু অস্ত্রোপচার পরবর্তী বিভ্রান্তি কাটাতে চিকিৎসা অব্যাহত রাখতে হবে। তাই আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে আর্জেন্টাইন ফুটবল গ্রেটকে। বৃহস্পতিবার তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকুয়ে এই কথা বলেছেন।

[৩] গত শুক্রবার ৬০তম জন্মদিন পালনের পরপর ম্যারাডোনার অসুস্থতার কথা প্রকাশ্যে আসে। অ্যানেমিয়া, ডিহাইড্রেশন ও বিষন্নতার লক্ষণ নিয়ে লা প্লাতার একটি হাসপাতালে ভর্তি হন। এমআরআই স্ক্যানে তার সাবডুরাল হেমাটোমা ধরা পড়লে পরদিন বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে স্থানান্তর করা হয় অস্ত্রোপচারের জন্য। মঙ্গলবার তার সফল অস্ত্রোপচার করেন নিউরোসার্জন লুকুয়ে। - রাইজিংবিডি

[৪] বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ডাক্তার বলেন, কোনও দুর্ঘটনায় এই ধরনের সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু ম্যারাডোনা তেমন কিছু মনে করতে পারছেন না। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের শারীরিক অবস্থা নিয়ে এই চিকিৎসক ভালো খবর দিয়েছেন, ডিয়েগো খুব ভালো আছেন। আমরা আজ যে সিটি স্ক্যান করেছি, তা খুব ভালো ছিল। এমনকি ডিয়েগোর সঙ্গে আমরা নেচেছিও। কিন্তু অস্ত্রোপচার পরবর্তী সময়ে সেরে ওঠার পথে কিছু সমস্যা স্বাভাবিক, এজন্য চিকিৎসা দরকার।

[৫] লুকুয়ে বলেছেন, এটা ডিয়েগোর জন্য ভালো। এনিয়ে আমাদের কোনও সংশয় নেই। আরও কয়েকদিন তার চিকিৎসা চলবে।

[৬] একই দিন ম্যারাডোনার সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন। তিনি বলেছেন, এটা আরেকটা ম্যাচ, যা আপনাকে জিততে হবে। এই ম্যাচটিও আপনি জিততে যাচ্ছেন। কারণ লিজেন্ডরা অমর। অন্তর থেকে আপনার জন্য শুভ কামনা, আশা করি এটা কেবলই ছোট্ট একটা সমস্যা। - গোল ডটকম/ রাইজিংবিডি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়