শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাগজ সংকট, বিনামূল্যের বই ছাপার কাজ বন্ধ

ডেস্ক রিপোর্ট: কাগজ সংকটের কারণে অনেক মুদ্রণ প্রতিষ্ঠানের বিনামূল্যের বই ছাপার কাজ বন্ধ। সেই সঙ্গে বেশ কয়েকটি বইয়ের পান্ডুলিপিও দেয়নি এনসিটিবি। এ অবস্থায় নির্দিষ্ট সময়ে বই ছাপানোর কাজ শেষ করা নিয়ে সংশয় জানিয়েছে মুদ্রণ মালিক সমিতি। কাগজ মিল কর্তৃপক্ষ বলছে, দরপত্রে বাজার মূল্যের থেকে কম দাম নির্ধারণ করায় কাগজ দিতে পারছে না তারা। ইনডিপেনডেন্ট টিভি

চলতি বছর বিনামূল্যে বিতরণের জন্য ৩৫ কোটি বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

অন্যান্য বছর নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বই ছাপানোর কাজ শেষ করে বেশিরভাগ বই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। অথচ এ বছর কাজ পাওয়া অনেক মুদ্রণ প্রতিষ্ঠানে ছাপার কাজ বন্ধ। অনেকে কাজ চালালেও চলছে ধীরগতিতে। কাগজ না পাওয়ায় এই অবস্থা চলছে বলে জানিয়েছে মুদ্রণ সংশ্লিষ্টরা।

মুদ্রণ মালিক সমিতি বলছে, কাগজের মিলের সঙ্গে আগে চুক্তি করা হলেও এখন তারা কাগজ দিচ্ছে না। দাবি করছে বাড়তি দাম। সেই সঙ্গে অনেক বইয়ের পান্ডুলিপি এখনও দেয়নি এনসিটিবি।

এদিকে কাগজ মিল সংশ্লিষ্টরা বলছেন, যে দাম নির্ধারণ হয়েছে সেই দামে কাগজ দেয়া সম্ভব না।

এনসিটিবি বলছে, কাগজ সংকটের বিষয়ে তাদের কিছু করার নেই। নির্দিষ্ট সময়ের মধ্যেই মানসম্মত কাগজের বই বুঝিয়ে দিতে হবে।

এদিকে দরপত্রে কাগজের দাম কম দিয়ে কয়েকটি প্রতিষ্ঠান কাজ নেয়ায় এখন এই সংকট তৈরি হয়েছে। এদের অনেকে নিম্নমানের কাগজ ছাড়ানোর চেষ্টা করলে আটকে দিয়েছে এনসিটিবি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়