শিরোনাম

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক ছাত্রলীগ নেতা লিমনকে দুই মামলায় গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সিআরবির জোড়া খুনের মামলায় অভিযুক্ত সাইফুল আলম লিমনকে গ্রেপ্তার দেখিয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার আসামি মোক্তারকে আদালতে মারধরের মামলায় আটক করা হয়েছে। একইসাথে তার স্বীকারোক্তিতে সজল দাশ নামে এক সহযোগীর কাছ থেকে বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় সেই মামলাও গ্রেপ্তার দেখানো প্রক্রিয়াধীন।

[৩] নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) ডিসি মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে নগরীর চকবাজার থানার মেহেদীবাগের ইকুইটি নামের একটি ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট বাসা থেকে সাদা পোশাকের 'ডিবি পুলিশ' তাকে নিয়ে যায় বলে বিভিন্নন সূত্রে জানা গেলেও ডিবির পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

[৪] শুক্রবার সকাল ১১টার দিকে ডিবির উপ কমিশনার মুহাম্মদ আলী বলেন, 'কিছুদিন আগে আদালতে সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি মোক্তার হোসেনকে মারধর করার মামলায় লিমনের সম্পৃক্ত পাওয়া যায়। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে রাতে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে তার স্বীকারোক্তিতে শেষ রাতে সহযোগী সজল দাশের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

[৫] এঘটনায় সজল দাশ ও লিমনকে আসামি করে পৃথক মামলা হবে। আগে থেকে করা মারধরের মামলায় লিমনকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ১২ অক্টোবর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি মোক্তার হোসেন আদালতে হাজির দিয়ে বের হওয়ার সময় তার ওপর হামলা করা হয়।

[৬] চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের এজলাসের বাইরে বারন্দায় ওই হামলার ঘটনা ঘটে। পরে মোক্তার বিচারককে বিষয়টি জানালে তিনি মোক্তারকে কোতোয়ালী থানায় গিয়ে মামলা করার নির্দেশ দেন।এ মামলায় প্রথমে একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও মামলার ১৫ আসামির মধ্যে আরও ৮ আসামি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়