শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০৫:৪৮ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হান্ড্রেড বলের টুর্নামেন্টে ট্রেন্ট রকেটসে থেকে যাচ্ছেন রশিদ খান ও হেলস

স্পোর্টস ডেস্ক : [২] আফগানিস্তানের বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান ও ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান এ্যালেক্স হেলস 'দ্য হান্ড্রেড' এর প্রথম আসর খেলতে যাচ্ছেন। এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টুর্নামেন্টটি স্থগিত হয়ে গেলেও ২০২১ সালের সম্ভাব্য আসরের জন্য এই দুজনকে দলে রেখে দিয়েছে ট্রেন্ট রকেটস।

[৩] গত বছর দ্য হান্ড্রেডের নিলামে প্রথম খেলোয়াড় হিসেবে আফগানিস্তানের টি-টোয়েন্টি ফেরিওয়ালা রশিদ খানকে দলে ভিড়িয়েছিল ট্রেন্ট ব্রিজের দলটি। অপরদিকে বিশ্বকাপে দলে জায়গা না পেলেও বিগ ব্যাশ ও পাকিস্তান সুপার লিগে পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার অ্যালেক্স হেলস। তাইতো রশিদ খানের সঙ্গে তাকেও দলে রেখে দিয়েছে রকেটস।

[৪] ট্রেন্ট রকেটস তাকে দলে রেখে দেয়ায় বেশ উচ্ছ্বসিত রশিদ। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার এমনকি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তাঁকে নিলামে কিনে নেওয়ায় দলটির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই আফগান ক্রিকেটার।

[৫] এ বিষয়ে রশিদ বলেন, আমার জন্য এবং আমার দেশের জন্য প্রথম ব্যক্তি হিসেবে দ্য হান্ড্রেডে নির্বাচিত হওয়া ভীষণ গর্বের মুহূর্ত ছিল। দ্য হান্ড্রেডে খেলার জন্য আমি অত্যন্ত উচ্ছ্বসিত এবং খুবই কৃতজ্ঞ যে আমি ট্রেন্ট রকেটসে থাকতে পারছি। এদিকে নিজের ঘরের মাঠে ট্রেন্ট রকেটসের হয়ে খেলতে পেরে বেশ আনন্দিত হেলস। গত বছরের ন্যায় এবারও ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পারবে তার দল। এমটাই আশা করছেন ইংলিশ এই ওপেনার।

[৬] এ বিষয়ে হেলস বলেন, ট্রেন্ট ব্রিজ ক্রিকেট খেলার জন্য দুর্দান্ত জায়গা। আমার ঘরের মাঠে ট্রেন্ট রকেটসের হয়ে খেলতে পেরে আমি বেশ আনন্দিত। গত বছর আমরা একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পেরেছিলাম এবং আমি আশাবাদী ২০২১ সালেও একই রকম দল গঠন করতে পারবে।

[৭] মাত্র ১০০ বলের নতুন একটি ফ্রাঞ্জাইজি ক্রিকেট টুর্নামেন্টের নাম দ্য হান্ড্রেড। করোনাভাইরাসের কারনে টুর্নামেন্টটির উদ্বোধনী আসরটি স্থগিত হয়ে গিয়েছিল। ২০২১ সালে আবারো মাঠে গড়ানোর কথা রয়েছে টুর্নামেন্টটির। বিশ্বের নামিদামী তারকাদের এই টুর্নামেন্ট খেলতে দেখা যেতে পারে।- ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়