শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয়  সংসদের বিশেষ অধিবেশনের সকল প্রস্তুতি চূড়ান্ত, রাষ্ট্রপতি স্মারক বক্তব্য রাখবেন

মনিরুল ইসলাম: [২]  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ-২০২০’ উপলক্ষে আগামী ৮ নভেম্বর থেকে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। সন্ধ্যা ৬ টায় বসবে এই অধিবেশন।

[৩]  অধিবেশনের মূল আকর্ষণ থাকবে বঙ্গবন্ধুর উপর রাষ্ট্রপতির স্মারক বক্তৃতা। রাষ্ট্রপতির ভাষণের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা ওই আলোচনায় অংশ নিবেন। করোনা পরিস্থিতির কারণে বিদেশী প্রতিনিধিরা না থাকলেও বঙ্গবন্ধুর উপর আলোচনাকালে বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন।

[৪] এদিকে, বিশেষ অধিবেশনের সকল প্রস্তুতি  চলছে জোরেশোরে। সংসদ সদস্য,  সাংবাদিকসহ সংসদ সচিবালয়ের যারা দায়িত্ব পালন  করবেন তাদের কোভিড-১৯ টেস্ট  করা হচ্ছে। আজ শুত্রুবার থেকে শুরু হয়েছে এই টেস্ট।  সকাল ১০ থেকে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ও মেডিকেল সেন্টার এই পরীক্ষার নমুনা সংগ্রহ করা হচ্ছে। চলবে সারাদিন। যাদের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসবে তারাই শুধু বিশেষ অধিবেশনের প্রবেশ পাস পাবেন।

[৫] অন্যদিকে, বিশেষ অধিবেশন ঘিরে সংসদ ভবনের লেকে বৃহস্পতিবার ভাসানো হয়েছে দৃষ্টিনন্দন ২টি নৌকা। এই ২টি নৌকা তৈরি করেছে পর্যটন কর্পোরেশন।  ব্যয় হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। বিদেশী অতিথি বা ভিআইপিরা এই নৌকা চড়ে লেকে ঘুরতে পারবেন। আবহমান বাঙালী সংস্কৃতির প্রতিক নৌকা।  স্বাধীনতার প্রতীক নৌকা। তাই একে  তুলে ধরতেই সংসদ লেকে ভাসানো হয়েছে বলে বললেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

[৬] এছাড়া সংসদ লাইব্রেরিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ বাণী নিয়ে কোলাজ করেছে জাতীয় সংসদ। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই কোলাজ তৈরি করা হয়েছে। আলো-ছায়ার দৃষ্টিনন্দন এই কোলাজ এখন সংসদ লাইব্রেরির দরজায়। এছাড়া সংসদের লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ কর্নার।

[৭] লাইব্রেরিতে প্রবেশের মুখেই এই দুটি কর্নার। এখানে থরে থরে সাজানো আছে সংশ্লিষ্ট বই। সম্প্রতি তিন কোটি টাকা ব্যয়ে লাইব্রেরির সংস্কার করার সময় এই দুটি কর্নার স্থাপন করা হয়।

[৮] সূত্র জানায়, সংসদের লাইব্রেরিতে প্রায় ৪০ হাজার বই আছে। এরমধ্য থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা প্রবন্ধ, নিবন্ধ, অনুবাদ, গল্প, উপন্যাস ও কবিতার বই নিয়ে বঙ্গবন্ধু কর্নারে রাখা হয়েছে।

[৯]  সংসদ লাইব্রেরি-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া  আলাপকালে জানান , লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সর্ম্পকিত বই সংগ্রহ করে রাখা হয়েছে। যা সংসদ সদস্যদের কাছে লাগবে।

[১০] অপরদিকে, সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালে সংসদ অধিবেশনে দু’টি বিশেষ বৈঠক হয়েছিলো। কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদের বিশেষ অধিবেশনে বসছে। আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপনের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধু বর্ণাঢ্য জীবনের উপর স্মারক বক্তৃতা দেবেন। ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে স্মারক বক্তৃতা অনুমোদন করা হয়েছে।

[১১] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে বিশেষ অধিবেশন বসবে । অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর স্মারক বক্তৃতা করবেন।  সরকারী দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যদের সাধারণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ থাকবে।
[১২] আলোচনা চলাকালে বিশেষ অধিবেশনে প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, বিদেশী কুটনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সমাজের সুশীল সমাজের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা সংসদ গ্যালারিতে উপস্থিত  থাকবেন।

[১৩] ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিশেষ অধিবেশনের আলোচনায় বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি যারা ছিলেন এমন নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। বঙ্গবন্ধুর জীবনের পুরোটাই যাতে আলোচনায় উঠে আসে সেদিকে খেয়াল রেখেই আলোচনা হবে।

[১৪] বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর কর্মময় ও বর্ণাঢ্য জীবনের উপর আলোচনার জন্য ইতোমধ্যে সংসদ সদস্যরা প্রস্তুতি  নিয়ে রেখেছেন বলে জানা যায়।

[১৫] প্রসঙ্গত,  গত ২২ মার্চ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন ডাকা হলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। এরপর বাজেট অধিবেশনসহ তিনটি অধিবেশন বসলেও তা ছিলো সংক্ষিপ্ত। অধিবেশনে কঠোর স্বাস্থ্য সতর্কতা অনুসরণ করা হয়। অধিবেশনে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়।

[১৬] এদিকে বিশেষ অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার যেখানে বসেন, তার পেছনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানো হয়েছে। এরআগে গত আগস্ট মাসে সংসদের অধিবেশন কক্ষের উপযুক্ত জায়গায় জাতির জনকের প্রতিকৃতি মর্যাদার সাথে প্রদর্শন ও সংরক্ষণ করার আদেশ দিয়েছে  হাই কোর্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়