শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনজুরিতে থাকা এমবাপেকে নিয়েই ফ্রান্স দল

স্পোর্টস ডেস্ক : [২] সামান্য চোটের কারণে কিলিয়ান এমবাপে মাঠের বাইরে। খেলতে পারেননি ক্লাব পিএসজির সবশেষ ম্যাচে। তার দ্রুত সেরে ওঠার আশা করেই কদিন বাদে হতে যাওয়া তিনটি আন্তর্জাতিক ম্যাচের জন্য তাকে নিয়ে দল ঘোষণা করেছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ দিদিয়ের দেশম।

[৩] আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে একটি প্রীতি ম্যাচ ও উয়েফা নেশন্স লিগে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। এর জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২৬ সদস্যের দল ঘোষণা করেন দেশম। - বিডিনিউজ

[৪] গত শনিবার লিগ ওয়ানে নঁতের বিপক্ষে পিএসজির ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপে। তিন দিন পর এক বিবৃতিতে তার ডান পায়ের মাংশপেশিতে চোটের বিষয়টি জানায় পিএসজি।

[৫] গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে পিএসজির ২-১ ব্যবধানে হারের ম্যাচে খেলতে পারেননি এমবাপে। কবে নাগাদ ফিরতে পারবেন, সে বিষয়েও ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এরপরও তাকে দেশমের দলে ডাক পাওয়া কিছুটা অবাক করার মতো।

[৬] আগামী বুধবার নিজেদের মাঠে ফিনল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এর তিন দিন পর পর্তুগালের মাঠে তারা খেলবে নেশন্স লিগের ম্যাচ। প্রতিযোগিতাটিতে আগামী ১৭ নভেম্বর ঘরের মাঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইডেন।
ফ্রান্স ফুটবল দল - গোলরক্ষক: উগো লরিস, মাইক মিয়াঁ, স্তিভ মাদাঁদাঁ, বেনোয়া কস্তিল
ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবয়ঁ, লুকা এরনঁদেজ, প্রেসনেল কিম্পেম্বে, ক্লেঁমো লংলে, বাঁজামাঁ পাভার্দ, রাফায়েল ভারানে, কুর্ত জুমা।

মিডফিল্ডার: এনগোলো কঁতে, স্তিভেন জঞ্জি, পল পগবা, আদ্রিওঁ রাবিও, মুসা সিসোকো, কোরোঁতাঁ তোলিসো।
ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদের, কিংসলে কোমান, নাবিল ফেকির, অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমান, অঁতনি মার্শিয়াল, কিলিয়ান এমবাপে, মার্কাস থুরাম। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়