শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় একটা চাপ সরে গেছে, আমার দায়িত্ব ভালোবাসার প্রতিদান দেওয়া, বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক : 'যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ফিরেই সাকিব জানান, 'আপনাদের দেখে ভালো লাগছে। অবশ্যই এবার যখন দেশে এসেছি একটা স্বস্তি নিয়ে এসেছি। এর আগে যখন এসেছি তখন তো এরকম স্বস্তিতে ছিলাম না। কিন্তু এখন সে জায়গা থেকে অনেক রিলিফ। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতিদান দেওয়া। '

এসময় তিনি জানান মাঠের পারফরম্যান্স দিয়েই তিনি যেন নিজেকেই ছাড়িয়ে যেতে পারেন। অন্যান্যবার দেশে ফেরার চেয়ে এবারের দেশে ফেরাটা একটু ভিন্ন বলে মনে করেন সাকিব। মাথা থেকে বড় একটা চাপ সরে গেছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, 'অন্যান্যবার হয়তো কোনো জায়গা থেকে খেলে আসি বা কোনো জায়গা থেকে ঘুরে দেশে ফিরি। এবারও হয়তো কোনো একটা কাজ শেষে আসলাম দেশে। কিন্তু এবার যেটা হল মাথার ওপর যে চাপ ছিল সেটা ঝেড়ে আসতে পারলাম। '

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে বিশ্বসেরা অলরাউন্ডার দেশে ফেরেন। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমান বন্দরে সাকিবকে স্বাগত জানাতে এই মধ্যরাতেও বেশ কিছু সমর্থক জড়ো হন। এছাড়া সংবাদমাধ্যমকর্মীরাও সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকায় ফেরার পর করোনা টেস্ট করার কথা রয়েছে সাকিবের। টেস্টর রিপোর্ট ইতিবাচক আসলে কয়েক দিনের কোয়ারেন্টিন শেষে এরপর অনুশীলনে নামবেন তিনি। এরপর বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে অংশ নেবেন সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়