শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিততে নয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপির অংশগ্রহণ: আ.লীগ

নিউজ ডেস্ক : বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে জেতার জন্য নয় বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই তাদের লক্ষ্য উল্লেখ করে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার দলের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানায়।

সিইসির সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকে অন্য দুই নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

প্রতিনিধি দলের নেতা আবদুর রহমান বলেন, কিছু অভিযোগ আমরা দিয়েছি। বিএনপির যে প্রার্থী আছেন তিনি ঢাকা-১৮ আসনে অস্থিরতা চালিয়ে যাচ্ছেন। বাইরে থেকে লোকজন ভাড়া করে এনে আমাদের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় মারধর করা, বিভিন্ন উসকানিমূলক বক্তব্য, পোস্টার ছেঁড়াসহ নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে বিষয় আছে সেগুলো তারা করছে। সে অভিযোগ আমরা দিয়েছি। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে তারা এ অভিযোগ খতিয়ে দেখবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দৈনন্দিন যারা নির্বাচনের কাজে সংশ্লিষ্ট আছেন, তারা বাস্তব প্রেক্ষিত বিবেচনা করে এ অভিযোগ এনেছে। সাত-আটটা থানা নিয়ে নির্বাচনী আসন; এটা বিরাট এলাকা। হয়তো ভাটারায় বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে, সেটা হয়তো উত্তরখানের কেউ জানেই না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, যিনি বিএনপির প্রার্থী এবং যে সমর্থক মনোনয়নবঞ্চিত হয়েছেন (কফিলউদ্দিন) তাদের দুজনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, ডিম ছোড়াছুড়ি ইত্যাদি কার্যক্রম হয়, তখন একটা প্রভাব বিস্তার হয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্ন হওয়ার জন্য।

আবদুর রহমান বলেন, সার্বিক বিষয়গুলো নির্বাচন কমিশনে তুলে ধরেছি যাতে শান্তিপূর্ণ পরিবেশ থাকে এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়। সেই ব্যাপারে আমরা তাদের আহ্বান জানিয়েছি।

এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ কেমন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো অসহনীয় পর্যায়ে এরকম বলার কিছু হয়নি। আমাদের সবারই সতর্ক থাকা ভালো যাতে নির্বাচনটি কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়।

বিএনপির দেওয়া অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন এবং মিথ্যা। এ অভিযোগের কোনো ভিত্তি নেই। তারা শুধু এই নির্বাচনে অভিযোগ দিচ্ছে বিষয়টা এমন নয়, সমস্ত নির্বাচনে তারা অভিযোগ দিয়েছে।

প্রতিনিধি দলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি, ঢাকা মহানগর উত্তরের সাবেক সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা উপস্থিত ছিলেন। দেশরুপান্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়