শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা শেষে দেশে ফিরছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অল রাউন্ডার গত ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ করেছেন। চলতি মাসেই বিসিবির টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফেরার কথা তার। সে লক্ষ্যেই শুক্রবার দিবাগত রাত ২ টা ১৫ এর দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশের মাটিতে পা রাখেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তার সঙ্গে রয়েছেন মা শিরিন আখতারও।

বিমান বন্দরে সাকিবকে স্বাগত জানাতে এই মধ্যরাতেও বেশ কিছু সমর্থক জড়ো হন। এছাড়া সংবাদমাধ্যমকর্মীরাও সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।

ঢাকায় ফেরার পর করোনা টেস্ট করার কথা রয়েছে সাকিবের। টেস্টর রিপোর্ট ইতিবাচক আসলে কয়েক দিনের কোয়ারেন্টিন শেষে এরপর অনুশীলনে নামবেন তিনি। এরপর বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে অংশ নেবেন সাকিব।

জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত ফিটনেস সেশনে যোগ দেওয়ার মাধ্যমে মাঠে ফিরবেন সাকিব। ফিটনেস ঠিক থাকলে, নভেম্বরের শেষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেটে খেলবেন তিনি।

দেশে ফিরে টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করবেন তিনি। এবার বিকেএসপিতে নয় বরং টিমের অনুশীলনে অংশ নেবেন। নভেম্বরের ১০ তারিখের মধ্যেই হয়তো শেরেবাংলায় অনুশীলনে দেখা যাবে সাকিবকে। তারপর চলতি মাসের মাঝামাঝি সময়ে যে পাঁচ দলকে নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে সেখানে খেলবেন সাকিব।

এর আগে দেশে এসে বিকেএসপিতে প্রায় এক মাস অনুশীলন করেছেন সাকিব। তখন শ্রীলঙ্কা সফর দিয়ে ফিরবেন এই লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছেন। তবে শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যায়। সাকিবও তাই গত ১ অক্টোবর ফিরে যান যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। তথ্য সূত্র, বিসিবি

এদিকে, নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্নের আহ্বান করে সম্প্রতি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেই কারনেই ইউটিউব চ্যানেলে লাইভে আসেন সাকিব। নিষেধাজ্ঞায় অবিশ্বাস সৃষ্টি হয়েছে কি-না, এমন প্রশ্ন করা হয় সাকিবকে। কোনো দ্বিধা ছাড়াই সাকিব বলেন, এটি খুবই কঠিন প্রশ্ন। আসলে কার মনে কি আছে, তা বলাও কঠিন। সন্দেহ জাগতে পারে, অবিশ্বাস দেখা যেতে পারে, আমি কখনোই তা অস্বীকার করতে পারি না। তবে সকলের সাথেই আমার নিয়মিত যোগাযোগ ছিলো, সেখানে যা কথা হয়েছে তাতে আমার কাছে এমন কিছু মনে হয়নি। আশা করি এই জায়গা কোন সমস্যা হবে না।

আগের মতো সবার বিশ্বাস নিয়ে মাঠে নামতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। তিনি জানান, আমি বিশ্বাস করি, তারা আমাকে আগে যেভাবে বিশ্বাস করত, এখনো সেভাবেই করবে। তবে অবিশ্বাস করতেই পারে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। মনের মধ্যে এমন সন্দেহ জাগতেই পারে এবং সেটা নিয়ে আসলে আফসোসের কিছু নেই। তবে আমি মনে করি তারা আমার প্রতি আগের মত একইভাবে বিশ্বাস রাখবে।

তবে সাকিবের ওপর যে সতীর্থরা আস্থা হারাননি ইতোমধ্যেই সে প্রমাণ মিলেছে, যেদিন তার নিষেধাজ্ঞা উঠে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং অন্যান্য খেলোয়াররা। সাকিবকে ড্রেসিংরুমে ফিরে পেতে তাদের অপেক্ষা তর সইছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়