শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫,৬৬৫ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ৮টি প্রস্তাব অনুমোদন

সোহেল রহমান : [২] আগামী বছরের জন্য ১৩ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানিসহ ৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে ৫ হাজার ৬৬৪ কোটি ৬৮ লাখ টাকা।

[৩] বুধবার সচিবালয়ে ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।

[৪] বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল এক ভার্চুয়াল ব্রিফিং-এ সাংবাদিকদের জানান, সভায় আগামী পঞ্জিকা বছরের (২০২১ সাল) জন্য ১৩ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫ হাজার ২০৪ কোটি ৭৪ লাখ টাকা।

[৫] তিনি জানান, বৈঠকে কাতার ও সৌদি আরব থেকে ২৫ হাজার মেট্রিক টন কওে মোট ৭৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির তিনটি পৃথক প্রস্তাব এবং ‘কাফকো’ থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন’ (বিসিআইসি) এসব সার ক্রয় করবে। সার ক্রয়ের চার প্রস্তাবের মধ্যে ‘কাফকো’ থেকে ৭ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ে ব্যয় হবে ৬৩ কোটি ৭৪ লাখ টাকা।

[৬] কাতারের ‘মুনতাজাত’ থেকে চতুর্থ লটে ২৫ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্য্যানুলার ইউরিয়া সার এবং পঞ্চম লটে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে যথাক্রমে ৫৮ কোটি ৮৮ লাখ টাকা এবং ৫৬ কোটি ৫৪ লাখ টাকা। এছাড়া ‘সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন’ (এসএবিআইস) থেকে ৪র্থ লটে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি ব্যয় হবে ৫৬ কোটি ৪৯ লাখ টাকা।

[৭] অতিরিক্ত সচিব জানান, সভায় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন বিআরটিএ’র আওতায় ৫ বছর মেয়াদে ঢাকা মেট্রো-১ অফিসে ১২ লেন বিশিষ্ট ‘ভিআইসি’ (ভেহিকেল ইন্সপেকশন সেন্টার) স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, হার্ডওয়ার ইত্যাদি সরবরাহ, স্থাপন, পরিচালনা, মেইন্টেনেন্স ও মেয়াদ শেষে হস্তান্তরের লক্ষ্যে সার্ভিস প্রোভাইডার হিসেবে ‘কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেড’-কে নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১০৫ কোটি ২৩ লাখ টাকা।

[৮] তিনি জানান, সভায় পুলিশ বাহিনীর জন্য আবাসিক ভবন নির্মাণের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ‘ঢাকার গুলশানে ২টি বেইজমেন্টসহ ১৪তলা আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্পের ডব্লিউ-১ প্যাকেজের আওতায় পূর্ত কাজ সম্পাদনে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে ‘হোসেন কন্সট্রাকশন (প্রাইভেট) লিমিটেড’ এবং ‘আমানত এন্টারপ্রাইজ’-কে নিয়োগ দেওা হয়েছে। এতে ব্যয় হবে ৬৩ কোটি ৫০ লাখ ২৪ টাকা। প্যাকেজের আওতায় ২টি বেইজমেন্টসহ ১৪তলা ভবন, ৪টি ইউনিটের প্রতিটিতে ২,২০০ বর্গফুট এবং ২টি ফ্লোরে ২টি ডুপ্লেক্সসহ ৪৮টি ফ্ল্যাট অভ্যন্তরীণ রাস্তা/পেভমেন্ট, গেটসহ সীমানা প্রাচীর, কম্পাউন্ড ড্রেন ও গার্ড শেড নির্মাণ করা হবে।

[৯] অতিরিক্ত সচিব জানান, অপর প্রস্তাবটি হচ্ছে ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের ডব্লিউডি-৩(সি) লটের আওতায় সিলেট জেলা পুলিশ লাইন্স এলাকায় ১টি আবাসিক ভবন নির্মাণে ‘পদ্মা অ্যাসোসিয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’-কে নিয়োগ দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৫ কোটি ৫৪ লাখ টাকা। প্যাকেজের আওতায় ১৫তলা আবাসিক ভবন, প্রতি তলায় ৬৫০ বর্গফুট বিশিষ্ট ১২টি ইউনিট, অভ্যন্তরীণ স্যানিটারী ও বৈদ্যুতিকরণ, ভূ-গর্ভস্থ জলাধার, গভীর নলকূপ, পাম্প মোটর, রাস্তা, কম্পাউন্ড ড্রেন ও পিএবিএক্স সিস্টেম নির্মাণ করা হবে।

[১০] তিনি জানান, ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ পর্যটন কর্পোরেশন’ কর্তৃক সিলেটের বর্তমান মোটেল গ্রাউন্ডে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়নে নির্বাচিত বিনিয়োগকারী সংস্থা নিউজিল্যান্ড ভিত্তিক ‘ব্লু মাউন্টেইন (এনজেড)’ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তিটির কিছু বিষয় আরো স্পটিকরণের জন্য ফেরত পাঠানো হয়েছে। প্রস্তাবটি পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়