শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় শ্রমিক লীগ নেতার হাতের কব্জি কর্তন ঘটনায় গ্রেফতার দুই

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল প্যাদার উপর সন্ত্রাসী হামলা ও কুপিয়ে বাম হাতের কব্জি কর্তণের ঘটনায় দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] গ্রেফতারকৃতরা হলো বশির চৌকিদার (৫০) ও সোহেল হাওলাদার (৩৫)। বুধবার রাত আড়াইটার দিকে আমতলীর পুজাখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়ায় থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

[৪] মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে জুয়েলের উপর এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ওই দুইজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি ছেনা ও গরু জবাইয়ের একটি চাকু জব্দ করা হয়।

[৫] এ ঘটনায় জুয়েল প্যাদার পিতা ফারুক প্যাদা বাদি হয়ে ১২ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।

[৬] কলাপাড়া থানা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিজেদের দ্বন্দের কারণে এমন ঘটনা ঘটেছে। অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ওই দুইজনকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

[৭] উল্লেখ গত বুধবার রাত আটটার দিকে কলাপাড়া পৌর শহর থেকে দলীয় কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় সশস্ত্র একদল দূবৃত্ত জুয়েলের উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই পা, দুই হাত জখমের পর বাম হাতের কব্জি কেটে নেয় সশস্ত্র দূর্বৃত্তরা।

[৮] তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু প্রচন্ড রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

[৯] এদিকে কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা জুয়েলের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শ্রমিক লীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি হীরা হাওলাদার স্বপন। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা গাজী মশিউর রহমান মামুন, শাহারুল ইসলাম লিটন প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়