শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিকের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় ভ্যান চালক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ [২] বগুড়ার ধুনটে প্রাথমিকের শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টার অভিযোগে সোনাউদ্দীন (৪৪) নামে ব্যাটারি চালিত অটোভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাউদ্দীন উপজেলার রানডিলা গ্রামের স্বর্ণকার পাড়ার সোলায়মান আলীর ছেলে। বুধবার রাত ৮টায় ঘটনাটি ঘটে।

[৩] জানা যায়, উপজেলার রানডিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী (১২) বুধবার সকাল ৮টায় পাশের একটি মাদ্রাসায় লেখাপাড়া শেষে বাড়িতে ফিরছিল। এসময় সোনাউদ্দীন তার অটোভ্যান নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দু’জনের দেখা হয়। এসময় সোনাউদ্দীন তার বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে স্কুলছাত্রীকে অপহরণ করে অটোভ্যানে তুলে নিয়ে যায়।
সারা দিন বিভিন্নস্থানে ঘোরাফেরা করে সন্ধ্যায় বাড়ির দিকে রওনা দেয় তারা। সিরাজগঞ্জ জেলার ব্রহ্মগাছা বাজার এলাকার পাশ্বে রাত ৮টায় একটি নির্জনস্থানে পৌছে প্রাথমিকের ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসার আগেই সোনাউদ্দীন পালিয়ে যায়। তখন ভ্যান চালকের হাত থেকে ছাড়া পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থী বাড়িতে ফিরে আসে এবং পরিবারের সদস্যদের মধ্যে বিষয়টি বলে দেয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশে জানায়।

[৪] পুলিশ রাতেই অভিযান চালিয়ে সোনাউদ্দীনকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিকের শিক্ষার্থীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। উক্ত ঘটনায় শিশু শিক্ষার্থীর মাতা বাদি হয়ে বৃহস্পতিবার বিকেলে তার মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোনাউদ্দীনের নামে মামলা দায়ের করেন।

[৫] ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা বালা সিন্ধু এ প্রতিবেদক-কে বলেন, প্রাথমিকের শিক্ষার্থীকে নিয়ে অভিযুক্ত অটোভ্যান চালক সোনাউদ্দীন বিভিন্ন স্থানে ঘোরাফেরা শেষে রাতে তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তদন্তে সত্যতা পাওয়া গিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনাউদ্দীন এসব ঘটনার কথা স্বীকার করেছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়