শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথায় কিশোরীকে গণধর্ষণ : দুই কিশোর আটক

হারুন-অর-রশীদ : [২] ফরিদপুরের সালথায় ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে জাহিদ (১৫) ও ফয়সাল (১৪) নামের দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়। এবিষয়ে সালথা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

[৩] মামলা সূত্রে জানা গেছে, কিশোরী ধর্ষণ মামলার আসামী ৩ কিশোর ওই কিশোরীকে আগে থেকেই কু-প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৫ অক্টোবর সকাল ১০ টায় বাড়ির সামনে মাঠে সেলোমেশিনের টিনের ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক আটককৃত দুই আসামী ধর্ষণ করে। পলাতক থাকা অন্য আসামী মোবাইল দিয়া ধর্ষণের ভিডিও করে। বিষয়টি কাউকে বললে ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখায় আসামীরা। ভিডিও’র ভয়ে মেয়েটি তার পরিবারের কাছে মুখ খুলেনি। ২/৩ দিন আগে ধর্ষণের খবর মানুষের মুখে শুনতে পায় কিশোরীর বাবা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতুব্বাররা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই কিশোরীর বাবা মিমাংসা না করে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুই কিশোরকে আটক করে।

[৪] সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ সাংবাকিদের বলেন, ধর্ষণের খবর পাওয়া মাত্রই ঘটনার সাথে জড়িত দুই কিশোরকে আটক করা হয়েছে। সেই সাথে ভিডিও ধারণকৃত মোবাইলটি জব্দ করা হয়েছে। এবিষয়ে সালথা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়