শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযোদ্ধার তালিকায় থাকা ভুয়া ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ

মনিরুল ইসলাম : [২] একাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৫তম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।
[৩] বৃহস্পতিবার কমিটির সভাপতি শাজাহান খান এর সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] কমিটি সূত্রে জানা যায়, বিএনপি-জামাত জোট সরকারের সময় স্বাধীনতাবিরোধীদেরকে মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তুলেছে সংসদীয় কমিটি। বীর সন্তানদের তালিকায় ভুয়া ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

[৫] বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের অগ্রগতি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গৃহীত পরিকল্পনাসমূহের অগ্রগতি এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জনবল কাঠামো ও নিয়োগ বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

[৬] বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা খরচ প্রদান করা হয় প্রয়োজন অনুযায়ী তা মাসিক হারে প্রদানের সুপারিশ করা হয়। মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারদের সমন্বয়ে কার্যক্রম চলমান আছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়। বিশুদ্ধ তালিকা একবারে প্রকাশে দেরী হলে পর্যায়ক্রমে তালিকা প্রকাশের সুপারিশ করা হয়। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়