শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকরা জাতিকে পথ দেখায় ও মানুষের তৃতীয় নয়ন খুলে দেয় : তথ্যমন্ত্রী

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, উন্নত রাষ্ট্র গঠনে নবপ্রজন্মের মনন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অনন্য। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনা ও ২০৪১ সালে মধ্যে দেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য। আর নতুন প্রজন্মের মনন তৈরিতে, দেশকে সঠিকখাতে প্রবাহিত করতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

[৩] ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রতি মমত্ববোধের জায়গা থেকে করোনাকালে সহায়তার জন্য বিশেষ তহবিল গঠন করেছিলেন। সেই তহবিল থেকে সহায়তা করে যাচ্ছি, যেটি ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা কোনো দেশেই করেনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারও সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি লালন করে। তবে শুধুই সমালোচনা হয়, ভালো কাজের প্রশংসা না হয়। এতে যারা ভালো কাজ করে, তারা উৎসাহ হারিয়ে ফেলবে।

[৪] বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ওপর লেখা প্রদর্শনীর সমাপনী ও ডিআরইউ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে তার বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীকে নিয়ে আন্তর্জাতিক ডিজিটাল প্রদর্শনীর বিষয়ে ভারতের মহাত্মা গান্ধী ডিজিটাল জাদুঘরের কিউরেটর বিরাদ রাজারাম ইয়াজমিক এবং প্রকাশনা প্রধান তরণদ্বীপ গুন্তির সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়