শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবাসহ ৬ মাদককারবারী আটক

কায়সার হামিদ: [২] বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যছড়ির ঘুমধুম রেজু আমতলী এলাকা থেকে ২ লাখ ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

[৩] আটককৃতদের মধ্যে ১ জন বাংলাদেশী ও ৫ জন রোহিঙ্গা নাগরিক।

[৪] বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে। কক্সবাজার -৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

[৫] তিনি জানান, ঘুমধুম রেজুআমতলী বিওপি’র একটি বিশেষ বিজিবি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। কতিপয় ইয়াবা ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করার সংবাদে রেজুআমতলী আমবাগান এলাকায় বিজিবি টহলদল ফাঁদ পেতে থাকে।

[৬] বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে মিয়ানমার সীমান্ত হতে ৬ জন ইয়াবা ব্যবসায়ী বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যাঞ্জেল করলে তারা দৌড়ে পালানোর সময় বিজিবি তাদের আটক করে।

[৭] আটককৃতরা হলেন,উখিয়ার কুতুপালং -১ নং লম্বাশিয়া ক্যাম্পের এ-ব্লকের আশ্রিত রোহিঙ্গা মৃত আলী হোসেনের ছেলে জিয়াবুল হোক (২৬), একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে রহমত উল্লাহ (২৫), নুর মোহাম্মদের ছেলে মাহমুদুল হাসান (২১), আবদুল আলিমের ছেলে মো. সেলিম (২২), সোনা আলীর ছেলে মো. আমিন (২২) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের মীর আহম্মদের ছেলে মো. জয়নাল আবেদীন (২৫) থেকে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৮] আটক মাদক ব্যবসায়ীদের শরীর তল্লাশী করে কোমরে লুঙ্গি ও গামছা দ্বারা কৌশলে লুকায়িত ইয়াবা গুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য ৬ কোটি টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি পরিচালক জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়