শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুড়িমারীতে পিটিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনায় মসজিদের খাদেমসহ আরও ৪ জন ৩ দিনের রিমান্ডে

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার বুড়িমারীতে গণপিটুনি দিয়ে শহীদুন্নবী জুয়েলকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় করা তিন মামলায় দ্বিতীয় ধাপে মসজিদের খাদেমসহ চার জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

[৩] বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রিমান্ড আবেদন মঞ্জুর করেন লালমনিরহাট আমলি আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম।

[৫] বৃহস্পতিবার আলোচিত এ তিন মামলায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তাদের মধ্যে নয়জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

[৬] বুধবার (৪ নভেম্বর) বিকেলে চতুর্থ দফায় গ্রেফতার পাঁচ আসামিকে লালমনিরহাট আমলি আদালত-৩ এ হাজির করে পুলিশ। যার মধ্যে রবিউল ইসলাম ওরফে পিচ্চি রবিউলের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

[৭] এর আগে সোমবার (২ নভেম্বর) দ্বিতীয় দফায় খাদেমসহ গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজনের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী। সেই আবেদনের শুনানি শেষে মসজিদের খাদেম জোবেদ আলীসহ চারজনের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই আদালত প্রথম দফায় পাঁচজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

[৮] দ্বিতীয় দফায় রিমান্ড আদেশপ্রাপ্তরা হলেন, পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গ্রামের মৃত জাহর উদ্দিনের ছেলে বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জোবেদ আলী (৬১), বুড়িমারী ইউনিয়নের কামারেরহাট এলাকার জাহেদুল ইসলামের ছেলে মেহেদী হাসান রাজু (১৯), নামাজিটারী গ্রামের আনোয়ার হোসেন (৫৫) ও উফারমারা গ্রামের জামাল হোসেনের ছেলে রবিউল ইসলাম ওরফে পিচ্চি রবিউল (৪০)।

[১০] কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যার অভিযোগে নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে শনিবার (৩১ অক্টোবর) একটি মামলা অভিযোগের করেন। একই ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে পাটগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বাদি হয়ে এবং ইউনিয়ন পরিষদ ভাঙচুরের অভিযোগে অপর একটি মামলা অভিযোগের করেন বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত। বহুল আলোচিত তিনটি মামলায় জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়