শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ার নারিকেল বাড়িয়ায় ২৮৪১ কেজি ভেজাল দস্তা সার ধ্বংস

আজিজুল ইসলাম: [২] বৃহস্পতিবার (৫ অক্টোবর) উপজেলার নারিকেল বাড়িয়া বাজারে অভিযান চালিয়ে প্রায় একলক্ষ টাকার ভেজাল দস্তা সার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] ভ্রাম্যমাণ আদালত,গত ৫ অক্টোবর ভেজাল সার বিক্রি করার অপরাধে ওই বাজারের সার ব্যবসায়ী পবিত্র সাহাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সেসময় বিপুল পরিমান ভেজাল সার জব্দ করেন আদালত। আদালত ওইসময় জব্দকৃত সারের নমুনা সংগ্রহ করে তার ব্যবসা প্রতিষ্ঠান তালাবন্ধ করে দেয়।

[৪] সংশ্লিষ্ট প্রশাসন সংগৃহীত সারের নমুনা পরীক্ষার জন্য যশোর ল্যাবে পাঠান। পরীক্ষায় জব্দকৃত সারের মধ্যে শুধুমাত্র দস্তা সার ভেজাল প্রমানিত হওয়ায় এদিন ২৮৪১ কেজি সার ধ্বংস করে দেয়।

[৫] ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ। এসময় উপস্থিত ছিলেন,কৃষিকর্মকর্তা রুহুল আমিন, কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আবু দাউদ ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম ও সালমা খাতুন ও নারিকেল বাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই জামাল উদ্দিন।

[৬] নারিকেল বাড়িয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম জানান,আটকৃত দস্তা সার হচ্ছে,নিউ লিমা জিংক ,আমেরিকান জিংক,টরি জিংক,বাম্পার মনো জিংক, গ্রোজিংক, স্যান্ডোজ মনো জিংক ও কৃষক বন্ধু মার্কা। ধ্বংস করা সারের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়