শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন পিটার চৌধুরী

এইচএম দিদার: [২] এক সময়ের তুখোড় ছাত্র নেতা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল এর সাবেক আহ্বায়ক,ক্রীড়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তি ও বিশিষ্ট সমাজ সেবক পিটার চৌধুরী আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে। তিনি ইতোমধ্যে বিভিন্ন কৌশলে প্রচার-প্রচারণায় অগ্রসর হচ্ছেন।

[৩] বৃহস্পতিবার (৫ নভেম্বর) পৌরবাজারে নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] তিনি বলেন, আমার বাবা মরহুর আব্দুল লতিফ চৌধুরী জীবনভর দল-মত নির্বিশেষে দাউদকান্দি পৌরবাসীর কল্যাণে কাজ করে গেছেন। বাবার দেখানো পথেই আমি চলছি,চলবো। জনকল্যাণে কাজ করা আমার নেশায় পরিণিত হয়েছে। বিভিন্ন দুর্যোগ ও দূর্দিনে মানুষের পাশে থেকেছি। মানুষের সাথে মিশতে আমার ভালো লাগে। মানুষের ভালোবাসায় আমি ধন্য,বাকী জীবন মানুষের সুখে-দু:খের সহচর হতে চাই।

[৫] তিনি আরো বলেন,মসজিদ-মাদ্রাসায় আমি সাধ্যমতো দান করি,আমি করোনাকালীন সময়ে দাউদকান্দি পৌরসভায় নিজস্ব অর্থায়নে কর্মহীন ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছি।কেউ আমার কাছে আসলে খালি হাতে ফিরে যায় না।আমি আমার সাধ্যমতো চেষ্টা করি বিপদগ্রস্ত মানুষকে সহযোগীতা করতে। আমি জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী, আমি বিশ্বাসী উন্নয়নের রাজনীতিতে।

[৬] পিটার চৌধুরী বলেন,আমি যদিও বিএনপির রাজনীতি করি তবে এ নির্বাচনে আমি পৌরসভার জনগণের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমার বিশ্বাস জনগণের ভোট দেয়ার সুযোগ থাকলে আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে।

[৭] মেয়র হলে পৌরবাসীর জন্য পজেটিভ কী বার্তা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি দাউদকান্দি পৌরবাসীর দোড়গোড়ায় জনসেবা পৌঁছে দিবো- ইনশাল্লাহ। মাদকমুক্ত দাউদকান্দি পৌরসভা গড়াই আমার একমাত্র লক্ষ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়