শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াইট হাউজের সামনে উৎসবে মেতেছে বাইডেনের সমর্থকরা

ডেস্ক রিপোর্ট : মার্কিন নির্বাচনে হোয়াইট হাউসের ক্ষমতা দখল নিয়ে ট্রাম্প-বাইডেনের মধ্যে তুমুল লড়াই। ভোট শেষে চলছে গণনা। তবে উৎসবের জন্য হোয়াইট হাউজের সামনে অবস্থান নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থকেরা।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কয়েকশ’ বাইডেন সমর্থক সেখানে জড়ো হয়ে উৎসব শুরু করে দেন। নাচ-গানের মধ্য দিয়ে তারা ডেমোক্র্যাটদের ক্ষমতায় ফেরার আগাম উদযাপন শুরু করেছেন। বাইডেন সমর্থকদের ভাষায় এটা ট্রাম্পের বিদায় অনুষ্ঠান। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি হোয়াইট হাউজের সামনের চত্বরটির নাম ব্লাক লাইভস ম্যাটার প্লাজা নামকরণ করেন ওয়াশিংটনের মেয়র। গ্রীষ্মের বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিরা সেখানে অবস্থান নিলে জায়গাটি সুপরিচিত হয়ে ওঠে। সেই স্থানে বাইডেন সমর্থকদের উল্লাস দূর থেকে প্রত্যক্ষ করছেন বেশ কিছু পুলিশ সদস্য।

মেরিল্যান্ডের ২৭ বছর বয়সী স্কুল কাউন্সিলর মালিক উইলিয়াম বলেন, আমি এখানে উদযাপন করতে এসেছি, আশা করছি প্রেসিডেন্ট এখান থেকে বের হয়ে যাবেন সেটিরই আগাম উদযাপন।

বর্ণবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া উইলিয়াম বলেন, আমি সত্যিই কোনো ভাবেই উদ্বিগ্ন নই, আমি করছি তিনি (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) হারতে যাচ্ছেন আর এটা হবে ঐতিহাসিক পরাজয়।

হোয়াইট হাউজের সামনে আগাম উদযাপনে যোগ দিতে অনেকেই নির্বাচনের দিনে বহু দূরে থেকে সেখানে পৌছেছেন। ফ্লোরিডা থেকে এসেছেন রাবি এস্তোয় (৪০) এবং তার বন্ধু কনসেত্তা লিয়ানজা (৩৪)। এস্তোয় বলেন, আমরা এসেছি শুধু আবেগ অনুভব করতে আর নিশ্চিত করতে যে আমাদের কণ্ঠস্বর শোনা হয়েছে।

উল্লেখ্য, বাইডেনের সমর্থকেরা হোয়াইট হাউজের সামনে আগাম উদযাপন শুরু করলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পেতে বিলম্বের আভাস পাওয়া যাচ্ছে। ২৪৮টি সম্ভাব্য ইলেক্টোরাল ভোট পেয়ে বাইডেন এগিয়ে থাকলেও ২ ২১৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বতায় ভালোভাবেই টিকে আছেন ট্রাম্প। এখনো ছয়টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা বাকি থাকায় কোনো প্রার্থীর জয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়নি।
সূত্র- ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়