শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজার্ভ থেকে বেসরকারি খাতে ঋণের বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন : অর্থমন্ত্রী

সোহেল রহমান : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বেসরকারি খাতে ঋণ বা বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী-ই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ভার্চুয়াল বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিং-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রিজার্ভ থেকে ঋণ নেয়ার বিষয়ে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত চারটি বাণিজ্যিক ব্যাংকে প্রস্তাব পাঠিয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এখানে আমার কোন অবস্থান নাই। কারণ আমি টাকা নেবও না, ব্যয়ও করব না। এ বিষয়ে পরিকল্পিত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কমার্শিয়ালি যাতে লাভবান হই, রিজার্ভের অর্থ সেভাবে কাজে লাগানো হবে।

সরকারি উন্নয়ন প্রকল্পে রিজার্ভের অর্থ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি, আমাদের যদি ভাল প্রজেক্ট থাকে, সরকারের প্রজেক্ট থাকে, সে ধরণের প্রজেক্টে অর্থায়ন করি তাহলে একদিকে আমাদের ঋণ বাড়লো না। আরেকদিকে আমাদের টাকাটা নিজের ঘরেই রয়ে গেল এবং আমরা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারলাম।’

প্রসঙ্গক্রমে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের শেষ দুই মাস (নভেম্বর ও ডিসেম্বর) এবং ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ মোট ১৪ মাসে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ হাজার কোটি ডলারে উন্নীত হবে।

অপর এক প্রসঙ্গে তিনি বলেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচক নিয়ে আমি যা বলেছি সেটাই সঠিক, বিশ্বব্যাংক ও আইএমএফ-এর পূর্বাভাস ভুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়