শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্যাক মা’র অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলারের আইপিও আটকে দিল চীনা কর্তৃপক্ষ

রাশিদ রিয়াজ : বেশ বড় ধাক্কাই খেলেন চীনের শীর্ষ বিনিয়োগকারী ও উদ্যোক্তা জ্যাক মা। চীন সরকার দেশটির উদ্যোক্তাদের বড় ধরনের বিনিয়োগের আহবান জানিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে টানাপড়েনের মাঝে চীন তার নিজস্ব বিনিয়োগকারীদের দেশটিতেই বিনিয়োগের কথা বলে। কিন্তু কয়েক দিনের ব্যবধানে অ্যান্ট গ্রুপের আইপিও স্থগিত করে দেয়া হল। এর আগে সৌদি আরবের আরামকো ২৯.৪ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রয় করেছিল আন্তর্জাতিক পুঁজি বাজারে। সাংহাই স্টক এক্সচেঞ্জ বলছে কিছু ত্রুটি খুঁজে পেয়েছে তারা যার কারণে অ্যান্টের আইপিও স্থগিত করা হয়েছে। প্রতিক্রিয়ায় ” ফ্রান্সিস জিও সিকিওরিটিজের সিইও লুন বলেছেন চীনের কম্যুনিস্ট পার্টি জ্যাক মা’র মত টাইকুনদের দেখিয়ে দিয়েছে কে আসল বস (নিয়ন্ত্রণকারী)। তবে আইপিও স্থগিতাদেশ প্রত্যাহারে অ্যান্ট গ্রুপ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত মাসে একটি অনুষ্ঠানে জ্যা মা বলেন আর্থিক ও নিয়ন্ত্রক ব্যবস্থাটি নতুন বিনিয়োগকে আটকে রেখেছে এবং জ্বালানী খাতে বিনিয়োগের জন্যে তা অবশ্যই সংস্কার করতে হবে। সাংহাই ও হংকংয়ের দ্বৈত প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে তিন হাজার ৪৫০ কোটি ডলার শেয়ার বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে অ্যান্ট গ্রুপ। সাংহাই ও হংকং স্টক এক্সচেঞ্জে এ প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত হলে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় শেয়ারবাজারের আইপিও কেনা শুরু করত বিনিয়োগকারীরা।

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’র প্রতিষ্ঠিত একটি অর্থনৈতিক ইকোসিস্টেম অ্যান্ট গ্রুপ। চীনের সবচেয়ে জনপ্রিয় লেনদেনের অ্যাপ আলিপে এই ইকোসিস্টেমের অংশ, যা নগদ, চেক ও ক্রেডিট কার্ডে লেনদেন করে। অ্যান্ট গ্রুপের ৩৩ শতাংশ মালিকানা চীনা ই-কমার্স আলিবাবার। বুধবার হংকংয়ে এর শেয়ারমূল্য ৬.৯ শতাংশে নেমেছে। এছাড়া শেয়ারবাজরে অ্যান্ট গ্রুপের যাত্রা স্থগিতের ঘোষণা আসার পর নিউইয়র্কে আলিবাবার শেয়ারমূল্য ৮.১ শতাংশ কমে গেছে। সম্প্রতি জ্যাক মা ও আলিবাবার আরও দুজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে এক সাক্ষাতে চীন সরকারের আর্থিক নীতিনির্ধারকরা জানান, অ্যান্ট গ্রুপের অনলাইন ব্যবসাগুলোকে কড়া নজরদারিতে রেখেছে অর্থনৈতিক নীতিনির্ধারকরা। অ্যান্ট গ্রুপ তাদের গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করেছে, যা চীনা সরকারের কাছে না চাইলে পাওয়া যাবে না।

চীন সরকার দেশটির কোম্পানিগুলোকে যথেষ্ট সহায়তা দেয়, এ কথা শুধু বাইরের দেশের সমালোচকরা বলেন। তবে এর বিনিময়ে কোম্পানিগুলোর ওপর আরও কর্তৃত্ব ফলাতে চায় বেইজিং, যা অন্য দেশগুলোতে সচরাচর দেখা যায় না। এক বার্তায় অ্যান্ট গ্রুপ জানায়, চীনের উন্নয়নে কোনো অসুবিধা বা বাধা তৈরি করলে অ্যান্ট গ্রুপ সরকারের কাছে ক্ষমা প্রার্থী। দুটি স্টক এক্সচেঞ্জের নীতিমালা অনুসারে পরবর্তী বিষয়গুলো সঠিকভাবে পরিচালনা করবে অ্যান্ট গ্রুপ। ক্রমবিবর্তনশীল অর্থনৈতিক নীতিমালাকে অ্যান্ট গ্রুপ সম্মান করে। তারা সরকারের সব নির্দেশনা মেনে চলতে বদ্ধপরিকর। এরপর হংকং এক্সচেঞ্জ জানায়, অ্যান্ট গ্রুপ শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা বাতিল করেছে। যাত্রা শুরু হলে অ্যান্ট গ্রুপের সাংহাই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তিতে শেয়ারপ্রতি দাম পড়তো ৬৮.৮ ইউয়ান। ওই শেয়ারবাজারের ১৬৭ কোটি শেয়ার থেকে ১১ হাজার ৪৯৪ কোটি ইউয়ান বা এক হাজার ৭২৩ কোটি মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা ছিল অ্যান্ট গ্রুপের।

এদিকে, হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তিতে শেয়ারপ্রতি ৮০ ডলার করে ধরার পরিকল্পনা ছিল অ্যান্ট গ্রুপের। এই বাজারের ১৬৭ কোটি শেয়ার থেকে ১৩ হাজার ৩৬৫ কোটি হংকং ডলার বা এক হাজার ৭২৪ কোটি ডলার সংগ্রহের আশা ছিল প্রতিষ্ঠানটির। সবমিলিয়ে শেয়ারবাজার তালিকাভুক্তি থেকে তিন হাজার ৪৫০ কোটি ডলার সংগ্রহের আশা ছিল অ্যান্ট গ্রুপের। এই হিসাবে এখন পর্যন্ত শেয়ারবাজার থেকে কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ সংগ্রহের সম্ভাবনা ছিল প্রতিষ্ঠানটির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়