শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদ্রাসা বন্ধের হুমকি দিয়ে আসামের মুসলিমদের ভোট নিতে চায় বিজেপি: আকসা (ভিডিও)

মাছুম বিল্লাহ: [২] ভারতে আসামের হিন্দু বাঙালী ছাত্র সংগঠন- আকসার প্রতিষ্ঠাতা সভাপতি ও গৌহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্ত রায় বলেছেন, বিজেপি সরকারের ক্ষমতা নেই মাদ্রাসা কিংবা সংস্কৃত স্কুলগুলো বন্ধ করে দেওয়া। বর্তমান আসাম সরকারের শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে মুসলিমদের ভয় দেখানোর জন্য এই মাদ্রাসা বন্ধের হুমকি দিয়েছিলেন।

[৩] বুধবার টেলিফোনে এ প্রতিবেদককে তিনি বলেন, ভারত বর্ষ গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই বসবাস করেন। সুতরাং মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কোন প্রশ্নই উঠতে পারে না।

[৪] তিনি বলেন, আসামের বিজেপি সরকার অনেক সময় বলে থাকে মাদ্রাসাতে নাকি উগ্রপন্থী শিক্ষা দেওয়া হয়। এটা সম্পূর্ণ ভুল তথ্য। মাদ্রাসার সম্পূর্ণ ভারতীয় সংস্কৃতি এবং ভালো শিক্ষাদানের একটি প্রতিষ্ঠান। মাদ্রাসাতে ভারতের ইতিহাস, ইংরেজি, বাংলা,শহর সব বিষয়ই পড়ানো হয়। সঙ্গে আরবি ভাষা শেখানো হয়। এতে সরকারের আপত্তির কারণ নাই। আসলে ব্যাপারটা সম্পূর্ণ রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত।

[৫] প্রদীপ দত্ত রায় বলেন, কেন্দ্রীয় এবং রাজ্যের বিজেপি সরকার এবার দেখতে পাচ্ছে যে রাজ্যে কংগ্রেস এবং এআইইউডিএফের জোট হচ্ছে। বাঙালি হিন্দুরা এবছর বিজেপিকে আর ভোট দেবেনা। মুসলিমদের দেওয়া প্রশ্নই উঠেনা।

[৬] তিনি বলেন, আমাদের ভারতবর্ষে স্বাধীনতার সময় বিভিন্ন মুসলিম সংগঠনের অনেক অবদান রয়েছে। বিশেষ করে জমিয়ত উলেমা হিন্দ যেভাবে স্বাধীনতার জন্য লড়াই করেছে তাই মুসলিমদেরকে আমাদের থেকে আলাদা করতে দেওয়া যাবে না। আসলে বিজেপি শঙ্কিত কারণ কংগ্রেস এবং ইউডিএফ এর বক্সে বাঙালি হিন্দু এবং মুসলিমদের ভোট পরে যায় কিনা, তার জন্য মুসলিমদের মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা বলে হুমকি দিচ্ছে বিজেপি।

[৭] তিনি বলেন, আসামের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বাঙালি হিন্দু এবং মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই সময় এসে গেছে। আসাম কংগ্রেস কি বিজেপি সব সময় বাঙ্গালীদের সঙ্গে একটি বিদ্বেষমূলক আচরণ করে। চাকরি কিংবা সরকারি সুযোগ-সুবিধা থেকে প্রায় সব বাঙ্গালীকে বঞ্চিত রাখা হয়। তাই আসামের রাজনৈতিক চিত্র পাল্টে যাওয়ার সময় এসেছে গেছে। এর জন্য বাঙালি হিন্দু মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে এবারে কার সরকার গঠন করা হবে। মুসলিম ভাইদের প্রতি আমি আবেদন জানাচ্ছি তারা যেন সরকারের এই হুমকিতে মাথা নত না করেন। হিমন্ত বিশ্ব শর্মা যখন যা বলে তার ৮০ শতাংশ কথা মিথ্যা হয়। এসব কথায় বিভ্রান্ত না হয়ে বাঙালি হিন্দু এবং মুসলিম ঐক্যবদ্ধ হয় থাকাটা ভালো।

[৮] আসামের রাজনীতিতে আগামী দিনে ব্যাপক পরিবর্তন আসছে জানিয়ে প্রদীপ দত্ত রায় বলেন, আসামের বাঙালি হিন্দু এবং মুসলিম ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিলেন রাজনৈতিক চিত্র পাল্টে দিতে পারবেন। সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার যে কথা বলা হচ্ছে তা কি আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল মেনে নেবেন। সংস্কৃত ভাষা হচ্ছে আমাদের ভারতবর্ষে সনাতন ভাষা। হিন্দু সংস্কৃতি ধারক এবং বাহক। এরপর শিক্ষামন্ত্রীর হিমন্ত বিশ্ব শর্মা কি করে সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার কথা বলার সাহস পান ।

[৯] তিনি বলেন, সম্প্রতি বিজেপি প্রদেশ সভাপতি রঞ্জিত দাস বলেছেন এবার তারা ৭ জন মুসলিম প্রার্থী দেবেন । হঠাৎ করে এত মুসলিম প্রেমী হওয়ার কি কারন দাঁড়িয়েছ বিজেপির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়