শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমছে তাপমাত্রা, বাতাসে শীতের আগমনী

শিমুল মাহমুদ: [২] বাতাসে এখন হিমের ছোঁয়া। রহস্যময় কুয়াশায় প্রকৃতিতে ছাতিম আর শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ। চিরচেনা সেই গন্ধই প্রকৃতিকে জানিয়ে দিচ্ছে শীতের বারতা। এ বছর বৃষ্টি বেশি হওয়ায় শীতের তীব্রতা বাড়বে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

[৩] দু’দিন আগে বৃষ্টি হওয়ায় শীত নেমেছে দিনাজপুরে। দিনের বেলা তাপমাত্র স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শীত। আবহাওয়া অধিদফতরের তথ্য মতে দিনাজপুরের চলতি সপ্তাহে সর্বনিম্ম তাপমাত্র রের্কড করা হয়েছে ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস।

[৪] স্থানীয় আবহাওয়া অফিস বলছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার আর্বিভাব রয়েছে। চলতি নভেম্বরে রাতের তাপমাত্রা হ্রাস পাবে এবং শীতের অনুভুতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

[৫] মঙ্গলবার আবহাওয়া অধিদফতর বলছে, আজ দেশের কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, যাকে শীতের আগমনী হিসেবেই দেখছেন আবহাওয়াবিদরা।

[৬] চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়