শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাত ২টায় ইন্টার মিলানের মুখোমুখি জিদানের রিয়াল

স্পোর্টস ডেস্ক : [২] চ্যাম্পিয়ন্স লিগে এখনো জয়ের খাতায় নাম লেখাতে পারেনি লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদেও রয়েছে একটি করে হার ও ড্র।

[৩] তাদের এবারের প্রতিপক্ষ শক্তিশালী ইন্টার মিলান। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান তাই সেরি আর দলটির বিপক্ষে ম্যাচটিকে ফাইনাল হিসেবে দেখছেন। পুরো তিন পয়েন্ট পাওয়ার আশা নিয়ে মাঠের লড়াইয়ে নামার কথাও জানিয়েছেন প্রত্যয়ী কণ্ঠে।

[৪] ইউরোপ সেরার মঞ্চে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ৩ নভেম্বর মঙ্গলবার ইন্টারের মুখোমুখি হবে দল রিয়াল। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

[৫] গ্রুপ পর্বে এখনও জয়ের দেখা না পাওয়া রিয়াল ১ পয়েন্ট নিয়ে টেবিলে আছে সবার নিচে। সোমবার সংবাদ সম্মেলনে ইন্টারের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার প্রত্যয় জানালেন জিদান। - গোল ডটকম

[৬] আগামীকাল (মঙ্গলবার) আমাদের একটি ফাইনাল আছে এবং আমরা সেটা জানি। এখানে (চ্যাম্পিয়ন্স লিগে) প্রতিটা দিন একেকটা ফাইনাল। আমাদের যা করতে হবে, তাতে মনোযোগ দিচ্ছি। আমরা তিন পয়েন্টের জন্য মাঠে নামব। প্রতিপক্ষ সম্পর্কে আমরা জানি। এটি কঠিন একটি ম্যাচ। কেননা, ইন্টার ভালো দল, শরীর নির্ভর এবং খুব ভালো খেলেও। আমাদের জন্য এটি আরেকটি কঠিন ম্যাচ হবে। এটি ফাইনাল এবং আমরা এটিকে সেভাবেই নিচ্ছি।

[৭] প্রথম ম্যাচে নিজেদের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৩-২ গোলে হারে রিয়াল। পরের ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে শেষ দিকের দুই গোলে ২-২ ড্র নিয়ে ফেরে। ভালো অবস্থায় নেই ইন্টারও। ইতালিয়ান দলটি ড্র করেছে তাদের প্রথম দুই ম্যাচে। এবার প্রতিটা গ্রুপই কঠিন বলে মনে করছেন জিদান। - মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়