শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ শুরু, প্রথম ৫ ভোট পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী বাইডেন

লিহান লিমা: [২] ৩ নভেম্বর, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিলি নচ গ্রামের ১২জন বাসিন্দা সর্বপ্রথম ভোট দেন। কানাডার সীমান্তবর্তী এই অঞ্চলের বাসিন্দারা ১৯৬০ সাল থেকেই জাতীয় নির্বাচনে সর্বপ্রথম ভোট দিয়ে আসছেন। পার্শ্ববর্তী গ্রাম মিসফিল্ডেও মধ্যরাতেই ভোটগ্রহণ শুরু হয়। সিএনএন

[৩] ডিক্সভিলির ভোটারদের প্রথম পাঁচজনই ভোটকেন্দ্র থেকে বের হয়ে বলেছেন তারা বাইডেন/হ্যারিসকে ভোট দিয়েছেন। আজীবন রিপাবলিকান দলের জন্য ভোট দেয়া লেস ওটেন টুইট পোস্টে বলেন, ‘অনেক ইস্যুতে বাইডেনের সঙ্গে একমত না হওয়া সত্ত্বেও এবার তাকে ভোট দিয়েছি। কারণ এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার।’ মিসফিল্ডের ১৬ ভোটার বলেছেন তারা ট্রাম্পকে ভোট দিয়েছেন, ৫জন ভোট দিয়েছেন বাইডেনকে।

[৪] যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ৯টি ভিন্ন ভিন্ন টাইম জোন রয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভোটগ্রহণ শুরু হবে ৩ নভেম্বর সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা)। সকাল ৫টায় সর্বপ্রথম ভারমন্টের ভোটকেন্দ্র খোলা হবে। সবশেষে ভোটগ্রহণ শুরু হবে হাওয়াই দ্বীপপুঞ্জে (দুপুর১২টায়)।

[৫]পূর্বাঞ্চলের এলাকাগুলোতে স্থানীয় সময় ৬টায় ভোটকেন্দ্র বন্ধ হবে। তবে আলাস্কায় স্থানীয় সময় বুধবার রাত ৯টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকবে।

[৬] ইতোমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ১০ কোটি মার্কিনি আগাম ভোট দিয়েছেন। আগাম ভোটের এই হার ২০১৬ সালে মোট ভোটের ৬৫ শতাংশ। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়