শিরোনাম
◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী 

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ০৪:৫৪ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ আয়োজনে ইংল্যান্ড ও পাকিস্তানের জৈব সুরক্ষা বলয় অনুসরণ করছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] করোনায় দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর তিন দলের প্রেসিডেন্টস কাপ দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে আরও বড় পরিসরে হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। এই টুর্নামেন্টের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরিতে পাকিস্তান ও ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের পরিকল্পনা দেখছে বলে জানিয়েছে বিসিবি।

[৩] আইপিএল, সিপিএল, বিগ ব্যাশের মতো আসরগুলো কীভাবে জৈব সুরক্ষা বলয়ে মাঠে গড়িয়েছে সেই পরিকল্পনাও দেখছেন তারা। পাকিস্তানে ইতোমধ্যে হয়েছে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ক্রিকেট। তাদের পরিকল্পনা অনুসরণ করবে বিসিবি, এমনটিই জানিয়েছেন প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

[৪] তিনি বলেন, আমাদের সামনে পাঁচটি মডেল আছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের কাছে ইংল্যান্ড ও আইপিএলের জৈব সুরক্ষা বলয়ের পরিকল্পনাও আছে। আমরা সম্প্রতি পাকিস্তানের পরিকল্পনাও নিয়েছি, দেখবো তারা সেটা কীভাবে প্রয়োগ করেছে।

[৫] করোনা মহামারির পর পুরোদমে ক্রিকেট মাঠে ফেরাতে চাচ্ছে বিসিবি। ইতোমধ্যে সফলভাবে প্রেসিডেন্টস কাপ আয়োজন করেছে তারা। এক মাস ব্যাপী হাই পারফরম্যান্স প্রশিক্ষণও চলছে করোনার আঘাত ছাড়া।

[৬] প্রেসিডেন্টস কাপের চেয়ে বেশি ক্রিকেটার নিয়ে এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ আয়োজনে চোখ বিসিবির। এই টুর্নামেন্ট ঠিকভাবে আয়োজনের পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় তারা। আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। - তথ্য সূত্র ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়