শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী আইপিএলে চেন্নাই বাদ দিতে পারে ওয়াটসন, পীয্ষূ চাওলা ও কেদার যাদবকে

স্পোর্টস ডেস্ক :[২] টুর্নামেন্টের অন্যতম সফল দল, কিন্তু এবারেই যেন ছন্দপতন। গোটা আইপিএল জুড়ে কার্যত ধারাবাহিকতার অভাবে ভুগেছে চেন্নাই সুপার কিংস। খোদ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটেও তেমন রান আসেনি।

[৩] এই পরিস্থিতিতে এবারের মতো আইপিএল অভিযান শেষ হলেও পরেরবারের জন্য আগাম চিন্তাভাবনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। খোদ ধোনিও জানিয়ে দিয়েছেন, হলুদ জার্সি থেকে অবসরের ভাবনা এখনই নেই তার। এমনকী শেষ ম্যাচের পর পরিষ্কার বলে দেন, দলে পরিবর্তন দরকার। জানা গেছে, কোপ পড়তে পারে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়ের উপরেও।

[৪] টুর্নামেন্ট শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন সুরেশ রায়না এবং হরভজন সিং। বাঁহাতি এই ব্যাটসম্যানের অভাব গোটা টুর্নামেন্টে ভুগিয়েছে সিএসকেকে। অন্যদিকে, স্পিন বিভাগে ভাজ্জির অভাবও পূরণ হয়নি। এই অবস্থায় আইপিএল ১৪’র সিজন হয়তো আগামী ছ’মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে তাই নতুন করে দলগঠন করতে মরিয়া চেন্নাই সুপার।

[৫] কানাঘুষো চলছে, শেন ওয়াটসন, পীয্ষূ চাওলা, কেদার যাদবকে পরের সিজনের জন্য দলে নাও রাখতে পারে কিংসরা। কারণ চলতি আইপিএলে একেবারেই খারাপ পারফর্ম করেছেন তিন সিনিয়র। কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। এছাড়াও আরও বেশ কয়েকজন বাদ যেতে পারেন।

[৬] এদিকে, পাঞ্জাব ম্যাচের পরই নিজের অবসরের জল্পনা উড়িয়ে দেন ধোনি। পাশাপাশি বলেন, পরের সিজনে অবশ্যই দলের কোন গ্রুপে কিছু পরিবর্তন করা হবে। তার কথায়, ‘পুরোটাই নির্ভর করছে নিলাম হওয়া নিয়ে বিসিসিআইয়ের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। - আজকাল/ জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়