শিরোনাম

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে ট্রাম্পকে সমর্থন তালেবানের

অনলাইন ডেস্ক: শক্তিধর রাষ্ট্র আমেরিকার ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জল্পনা মার্কিন মুলুক ছাপিয়ে সারা বিশ্বেই বিরাজ করছে। খামখেয়ালির ডোনাল্ড ট্রাম্প, নাকি রাজনৈতিক অভিজ্ঞতায় ঋদ্ধ জো বাইডেন—এই দ্বৈরথের মীমাংসায় আজ মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন যুক্তরাষ্ট্রের মানুষ। এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে হোয়াইট হাউসের চাবি কার হাতে যাবে। যা নিয়ে চিন্তিত আফগানিস্তানের তালেবানরাও।

এর আগে নভেম্বরে যখন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার তুঙ্গে, সে সময়ই ট্রাম্পকে সমর্থন তালেবান কর্তৃপক্ষ। তখন সিবিএস নিউজের একটি টেলিফোন সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, আমরা আশা করি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেন।

তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারের মুখপাত্র এই সমর্থন প্রত্যাখ্যান করছেন। তিনি বলেছেন, ‘তালেবানের জেনে রাখা উচিত, ট্রাম্প সবসময়ই যে কোনোভাবে আমেরিকার স্বার্থ রক্ষা করবেন।’ তবে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, বড়দিনের আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি সরিয়ে নেয়া হবে। এই ঘোষণার পরই আশায় বুক বেঁধেছে তালেবান গোষ্ঠী। সেই জায়গা থেকে তারা ট্রাম্পের জয় আশা করছেন।
এদিকে, ২০১৬ সালে ৩০টি রাজ্য ও মেইনে একটি মিলিয়ে ৫৩৮টি ইলেকটোরাল কলেজের ৩০৬টিতে জেতেন ট্রাম্প। অবশ্য দুজন ইলেকটর ভোট না দেয়ায় ৩০৪ ভোটও ধরা হয়। অর্থাৎ ট্রাম্প যদি গতবারের চেয়ে এবার ৩৬টি ভোটও হারান তারপরও আরও চার বছরের জন্য তিনিই হবেন প্রেসিডেন্ট।

বেশকিছু ব্যাটলগ্রাউন্ডে বাইডেনের সঙ্গে ট্রাম্পের ব্যবধান সামান্য। এসব রাজ্যে জয় ছিনিয়ে নেয়ার মাধ্যমে ২৭০টি ইলেকটোরাল কলেজে জয়ী হয়ে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার আশা করছেন ট্রাম্প। জরিপেও দেখা যাচ্ছে, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা এবং অ্যারিজোনার মতো রাজ্যগুলোতে উভয়ই জয় পেতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়