শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ফ্রান্সের প্রেসিডেন্টকে সমর্থন জানালেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ

ডেস্ক রিপোর্ট : মহানবী (সা.)-কে অবমাননার পর পুরো বিশ্বজুড়ে ফ্রান্সের প্রতিবাদ করছে মুসলিমরা। বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কট করা হচ্ছে। বিশ্বজুড়ে এমন পরিস্থিতির মধ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর বক্তব্য সমর্থন দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ। মুসলিমদের প্রতি তিনি আহ্বান জানিয়েন, পশ্চিমা সমাজে একীভূত হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ম্যাখোঁ যা বলেছেন, তা মেনে নিতে। মুসলিম দেশগুলোর মধ্যে এই প্রথম কোনো উচ্চপদস্থ ব্যক্তি এভাবে ফরাসি প্রেসিডেন্টের পক্ষ নিলেন। ইতোপূর্বে ভারতও এমানুয়েল ম্যাখোঁর সমর্থন জানায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা‘র প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার জার্মান দৈনিক ডেই ওয়েল্ট’কে দেওয়া এক সাক্ষাত্কারে আনওয়ার পারগাশ বলেন, ‘[মুসলিম] ম্যাখোঁ তার বক্তব্যে যা বলেছেন, তা মনোযোগ সহকারে শুনতে হবে। তিনি পশ্চিমে মুসলমানদের বিচ্ছিন্ন করতে চান না এবং তিনি পুরোপুরি ঠিক আছেন।’ম্যাখোঁর বিরুদ্ধে ফ্রান্সে বসবাসরত মুসলিমদের বাদ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আনওয়ার পারগাশ।

ম্যাখোঁ তার বক্তব্যে মুসলিমদের ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিযুক্ত করেছিলেন এবং নবী মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত কার্টুন প্রকাশের পক্ষে ছিলেন। এরপর থেকে বিশ্বজুড়ে মুসলিমরা ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং তাদের পণ্য বয়কট করছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ম্যাখোঁর বক্তব্য সমর্থন করলেন।

যদিও আরব ও মুসলিম বিশ্বজুড়ে ফরাসি পণ্য বয়কটের তীব্র প্রচারের পর ম্যাখোঁ তার সুর নরম করে। তিনি জানান, মুসলমানদের অনুভূতি তিনি বুঝতে পেরেছেন। গত শনিবার আল জাজিরার সঙ্গে একান্ত সাক্ষাত্কারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমি যে অনুভূতি প্রকাশ করছি, তা আমি বুঝতে পেরেছি এবং আমি তাদের শ্রদ্ধা।’ তিনি আরও বলেন, ‘আমি সবসময় আমার দেশে কথা বলার, চিন্তাভাবনা করার ও লেখার স্বাধীনতা রক্ষা করব।’
সূত্র- দৈনিক আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়