শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ফ্রান্সের প্রেসিডেন্টকে সমর্থন জানালেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ

ডেস্ক রিপোর্ট : মহানবী (সা.)-কে অবমাননার পর পুরো বিশ্বজুড়ে ফ্রান্সের প্রতিবাদ করছে মুসলিমরা। বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কট করা হচ্ছে। বিশ্বজুড়ে এমন পরিস্থিতির মধ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর বক্তব্য সমর্থন দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ। মুসলিমদের প্রতি তিনি আহ্বান জানিয়েন, পশ্চিমা সমাজে একীভূত হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ম্যাখোঁ যা বলেছেন, তা মেনে নিতে। মুসলিম দেশগুলোর মধ্যে এই প্রথম কোনো উচ্চপদস্থ ব্যক্তি এভাবে ফরাসি প্রেসিডেন্টের পক্ষ নিলেন। ইতোপূর্বে ভারতও এমানুয়েল ম্যাখোঁর সমর্থন জানায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা‘র প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার জার্মান দৈনিক ডেই ওয়েল্ট’কে দেওয়া এক সাক্ষাত্কারে আনওয়ার পারগাশ বলেন, ‘[মুসলিম] ম্যাখোঁ তার বক্তব্যে যা বলেছেন, তা মনোযোগ সহকারে শুনতে হবে। তিনি পশ্চিমে মুসলমানদের বিচ্ছিন্ন করতে চান না এবং তিনি পুরোপুরি ঠিক আছেন।’ম্যাখোঁর বিরুদ্ধে ফ্রান্সে বসবাসরত মুসলিমদের বাদ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আনওয়ার পারগাশ।

ম্যাখোঁ তার বক্তব্যে মুসলিমদের ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিযুক্ত করেছিলেন এবং নবী মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত কার্টুন প্রকাশের পক্ষে ছিলেন। এরপর থেকে বিশ্বজুড়ে মুসলিমরা ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং তাদের পণ্য বয়কট করছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ম্যাখোঁর বক্তব্য সমর্থন করলেন।

যদিও আরব ও মুসলিম বিশ্বজুড়ে ফরাসি পণ্য বয়কটের তীব্র প্রচারের পর ম্যাখোঁ তার সুর নরম করে। তিনি জানান, মুসলমানদের অনুভূতি তিনি বুঝতে পেরেছেন। গত শনিবার আল জাজিরার সঙ্গে একান্ত সাক্ষাত্কারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমি যে অনুভূতি প্রকাশ করছি, তা আমি বুঝতে পেরেছি এবং আমি তাদের শ্রদ্ধা।’ তিনি আরও বলেন, ‘আমি সবসময় আমার দেশে কথা বলার, চিন্তাভাবনা করার ও লেখার স্বাধীনতা রক্ষা করব।’
সূত্র- দৈনিক আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়