শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক : [২] আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই বিদায় নেওয়া অজি অলরাউন্ডার শেন ওয়াটসন ওয়াটসন খেলে যাচ্ছিলেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেট। এবার আইপিএলসহ সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি। [ক্রিকইনফো]

[৩] অফিসিয়াল ওয়াটসন এমন কোন ঘোষণা না দিলেও কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আইপিএলের সব শেষ ম্যাচের পর চেন্নাই সতীর্থদের জানিয়েছেন, তিনি ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংসের ম্যানেজার। [ টুইটবার্তা ]

[৪] সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চলতি আসরের আইপিএলে গ্রæপ পর্বেই বিদায় নিয়েছে চেন্নাই। আগের অংশ নেওয়া দশবারই আইপিএলের প্লে অফে খেলেছিল ধোনির দল। এবারের ব্যর্থতার পেছনে চেন্নাইয়ের সিনিয়র ক্রিকেটারদের দায় আছে। তবে টপ অর্ডারে খারাপ করেননি সিনিয়র ক্রিকেটার ওয়াটসন। ১১ ম্যাচ খেলে করেছিলেন ২৯৯ রান।

[৫] তবে ধারাবাহিক ছিলেন না তিনি। আসর শেষেই তাই সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকে। বুঝেছেন ৩৯ বছর বয়সে আইপিএলের মতো প্রতিযোগিতপূর্ণ আসরে তার আর দেওয়ার কিছু নেই।
[৬] এর আগে ২০১৮ সালে চেন্নাই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন এই ডানহাতি অলরাউন্ডার। তবে এর আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন। তবে ২০১৮ সালে চেন্নাইতে যোগ দিয়েই ফাইনাল দারুণ এক সেঞ্চুরি করে দলকে শিরোপা জিতিয়েছিলেন।

[৭] ওয়াটসন আইপিএলে ১৪৫ ম্যাচ খেলেছেন। ২০০৮ সালে প্রথম অংশ নিয়েই রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করেন অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতা ওয়াটসন। ওই আসরে টুর্নামেন্ট সেরাও হন তিনি। এছাড়া ২০১৩ সালের আসরে হন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার।

[৮] এ ব্যাপারে টাইমস অব ইন্ডিয়ায় এক সূত্র বলেন, ‘ড্রেসিংরুমে অবসরের কথা জানানো পর ওয়াটসন আবেগপ্রবণ হয়ে পড়েন। আর এই দলে খেলতে পারাটা তার জন্য ছিল সম্মানের।’

[৯] ৩৯ বছর বয়সী এই তারকা অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন। আর আইপিএলে মোট ১৪৫টি ম্যাচ খেলেছেন, যেখানে চেন্নাইর হয়ে ছিল ৪৩টি ম্যাচ।
- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়